ভাষা আন্দোলন প্রথম রাষ্ট্রভাষা দিবস পালন

প্রথম রাষ্ট্রভাষা দিবস পালন
ঘোষণা অনুযায়ী ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ স্মরণে প্রতিবছর ১১ই মার্চ রাষ্ট্রভাষা দিবস পালিত হতো। ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা দাবির জন্য পালিত ছাত্র-ধর্মঘটে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১১ই মার্চ রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১১ই মার্চ রাষ্ট্রভাষা দিবস পালনের প্রাক্কালে সেক্রেটারিয়েট গেইটে পিকেটিং করতে গিয়ে শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, মোঃ তোয়াহা, ডাঃ এম এ আযমল, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, বাহাউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন, খালেক নেওয়াজ খান প্রমূখ পুলিশের হাতে আটক হন। উল্লে¬খ্য ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১১ই মার্চের নির্যাতনের প্রতিবাদে ১৪ই মার্চ সমগ্র পর্ব বাংলায় পুনরায় সাধারণ ধর্মঘট পালনের আহবান জানানো হয়। এ আহবানের পরিপ্রেক্ষিতে ১৪ই মার্চ সমগ্র পূর্ব-পাকিস্তানে বিক্ষোভ ও ছাত্র ধর্মঘট পালিত হয়।
ভাষা আন্দোলনের সপক্ষে লেখার কারণে প্রথম নিষিদ্ধকৃত পত্রিকা
ভাষা আন্দোলন সমর্থন এবং ভাষা আন্দোলনের পক্ষে সংবাদ-ফিচার ইত্যাদি প্রকশ করায় ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘স্বাধীনতা’ এবং কলকাতা হতে আমদানি-করা সকল পত্রিকা সরকার নিষিদ্ধ ঘোষণা করে।
দ্বিতীয় রাষ্ট্রভাষা দিবস
১৯৪৮ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ প্রথম রাষ্ট্রভাষা দিবস পালন হওয়ার পর ১৯৪৯ খ্রিষ্টাব্দের ১১ই মার্চ দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।

 

প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন, সর্দবলদীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি

Language
error: Content is protected !!