বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা দাবির প্রথম প্রয়াস
১৯৪০ খ্রিষ্টাব্দের ২৩ শে মার্চ ‘নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হবার পরপরই ঢাকা এবং কলিকাতার বুদ্ধিজীবী, লেখক ও চিন্তাবিদরা বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। দৈনিক ‘আজাদ’ পত্রিকার স¤পাদক মওলানা মোহাম্মদ আকরাম খাঁ, আবুল কালাম শামসুদ্দিন, মুজিবর রহমান খাঁ, আবুল মনসুর আহমদ প্রমুখ পাকিস্তান অংশের রাষ্ট্রভাষা বাংলা করার পক্ষে জোর দাবি তুলেন। বাংলা ভাষার ইতিহাসে এটাকে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা দাবির প্রথম প্রয়াস হিসেবে অভিহিত করা হয়।