বিশ্বের প্রথম ভাষাসৈনিক
মহামতি গৌতম বুদ্ধ উপমহাদেশের প্রথম ভাষা সৈনিক। তিনি সংস্কৃত ভাষার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে জনগণের মুখের ভাষা পালিতে ‘ত্রিপিটক’ রচনা করেছিলেন। গৌতম বুদ্ধ পালি ভাষায় ত্রিপিটক রচনা না-করলে বাংলার পূর্বপুরুষ পলির সঙ্গে সঙ্গে হয়তো বাংলাও অস্তিত্বহীন হয়ে যেত। গৌতম বুদ্ধের ত্রিপিটক বাংলা ভাষার আদিরূপে রচিত প্রথম গ্রন্থ। ‘বেদ’ এর ভাষাকে সংস্কার করে সংস্কৃত ভাষা সৃষ্টি করা হয়। সংস্কৃত ছিল মুষ্টিমেয় ব্রাহ্মণ এবং গুটি কয়েক তথাকথিত উচুশ্রেণির লোকের ভাষা। বেদ বা সংস্কৃত ভাষা সাধারণ লোকদের শোনা কিংবা বলা নিষিদ্ধ ছিল। কেউ অসাবধানতা বশত শুনে ফেললে কানে গরম সীসা ঢেলে দেওয়া হত। আর্যরা ছাড়া অন্য কেউ সংষ্কৃত ব্যবহার করতে পারত না। গৌতম বুদ্ধ বাংলা ভাষার আদিরূপ পালি ভাষায় প্রথম গ্রন্থ রচনা করে বাংলা ভাষার অকাল প্রাণনাশকারী হিন্দু ব্রাহ্মণদের হাত হতে বাংলাকে রক্ষা করেছিলেন।