মাতৃভাষায় রচিত প্রথম পুস্তক
খ্রিষ্টপূর্ব এক হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধ জনগণের মুখের ভাষায় প্রথম পুস্তক ‘ত্রিপিটক’ রচনা করেন। গৌতম বুদ্ধ মাতৃভাষায় ‘ত্রিপিটক’ গ্রন্থটি রচনা করে পৃথিবীতে প্রথম মাতৃভাষায় কদর প্রতিষ্ঠা করেন এবং বাংলা ভাষার আদিরূপ তথা জননী পালিকে অকাল মৃত্যুর হাত হতে রক্ষা করে বাংলা ভাষা সৃষ্টির পথ সুগম ও নিশ্চিত করেন।
বাংলা ভাষা চর্চার প্রথম সরকারি স্বীকৃতি