ভাষা কমিটি : বাংলা একাডেমী ও বাংলা উন্নয়ন বোর্ড
১৯৪৮ খ্রিষ্টাব্দের ৯ই মার্চ মওলানা আকরম খাঁকে চেয়ারম্যান এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ্, অধ্যক্ষ ইব্রাহীম ও ড. মুহাম্মদ এনামুল হকসহ ১৪ জনকে সদস্য করে ভাষা কমিটি গঠন করা হয়। এ কমিটি ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৯ শে সেপ্টেম্বর বাংলা অক্ষরমালা, ভাষা ও ব্যাকরণকে সহজীকরণের জন্য বিস্তারিত সুপারিশ প্রণয়ন করেন। কমিটির সুপারিশের আলোকে ১৯৫৭ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি এবং ১৯৬০ খ্রিষ্টাব্দে বাংলা উন্নয়ন বোর্ড গঠিত হয়।
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং একুশে ফেব্রুয়ারি
১৯৫২ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারি ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত এবং ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি ভাষাদিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সরকার ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ শে ফ্রেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে ‘সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম কমিটি’ মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। সালাম, রফিক, জব্বার এবং বরকতসহ অনেকে শহি হন। জাতিসংঘ এর সম্মানে ২০০০ খ্রিষ্টাব্দ হতে ২১ শে ফ্রেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক ভাষা দিবস’ ঘোষণা করে।