ভূগোল সাধারণ জ্ঞান : অক্ষরেখা মেরু-কুমেরু এবং নিরক্ষরেখা

ড. মোহাম্মদ আমীন

অক্ষরেখা, মেরু-কুমেরা এবং নিরক্ষরেখা
পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। এ অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখায় দিন ও রাত সমান হয়। পৃথিবীর গোলীয় আকৃতির জন্য এ রেখা বৃত্তাকার, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। মেরু অঞ্চলের পানি শীতল ও ভারী । নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ এবং হালকা ।

দেখুন : ভূগোল সাধারণ জ্ঞান লিংক

Language
error: Content is protected !!