ভূগোল সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক তারিখ রেখা ও গ্রিনিচ মান

ড. মোহাম্মদ আমীন

আন্তর্জাতিক তারিখ রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা বা তারিখ রেখা একটি কাল্পনিক রেখা। এটি বস্তুত ১৮০ক্ক দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা +১২ এবং -১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫ক্ক দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫ক্ক দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যে-কোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সঙ্গে সঙ্গে তা হবে সোমবার। ১৮০ক্ক মধ্যরেখা গ্রিনিচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এ লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি সিংহভাগ জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।

গ্রিনিচ মান সময়
জিএমটি বা গ্রিনিচ মান সময় (Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদ-ে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান। এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান-মন্দির থেকে সৌর সময়ে ০০ দ্রাঘিমায় অবস্থিতি। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব-নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত। গ্রীনিচ সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘন্টা আগে ।

ভূগোল সাধারণ জ্ঞান লিংক

ভূগোল সাধারণ জ্ঞান : কয়েকজন আধুনিক জ্যোতির্বিজ্ঞানী

ভূগোল সাধারণ জ্ঞান : চাঁদে মানুষ : অ্যাপেলো ১১

ভূগোল সাধারণ জ্ঞান : বিশ্ব উষ্ণতা কারণ ফলাফল

ভূগোল সাধারণ জ্ঞান : অক্ষরেখা মেরু-কুমেরু এবং নিরক্ষরেখা

Language
error: Content is protected !!