ড. মোহাম্মদ আমীন
উত্তর ও দক্ষিণ-গোলার্ধ এবং অক্ষাংশ
নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দুরত্ব স্থির করা হয়। নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দুরত্বকে সে স্থানের অক্ষাংশ বলে। নিরক্ষরেখার অক্ষাংশ ০ ডিগ্রি জ্যামিতিক কোণের মতো। অক্ষাংশের পরিমাপের একককে ডিগ্রি বলে। যেমন : ঢাকার অক্ষাংশ ২৩ ডিগ্রি ৪২′০″ উত্তর।
অনুসুর অপসূর
সূর্য থেকে একটি গ্রহের দূরত্বে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। সূর্য থেকে কোনো গ্রহের ন্যুনতম দূরত্বকে বলা হয় অনুসূর (perihelion) এবং বৃহত্তম দূরত্বকে বলা হয় অপসূর।
ভূগোল সাধারণ জ্ঞান : ভূগোলবিষয়ক কিছু সংজ্ঞার্থ
ভূগোল সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক তারিখ রেখা ও গ্রিনিচ মান
ভূগোল সাধারণ জ্ঞান : অক্ষাংশ দ্রাঘিমাংশ ও বিষুবরেখা
ভূগোল সাধারণ জ্ঞান : কর্কটক্রান্তি ও মকরক্রান্তি