ড. মোহাম্মদ আমীন
কৃত্রিম উপগ্রহ : বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ
কৃত্রিম উপগ্রহ হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়া উদ্ভাবিত উপগ্রহ। ১৯৫৭ খ্রিষ্টাব্দের ৪ঠা অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপিত স্পুটনিক-১ নামের কৃত্রিম উপগ্রহটি প্রথম কৃত্রিম উপগ্রহ। এ উপগ্রহটির নকশা করেছিলেন সের্গেই করালিওভ নামের একজন ইউক্রেনীয়। একই বছর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-২ উৎক্ষেপণ করে। স্পুটনিক-২ লাইকা নামের একটা কুকুর বহন করে নিয়ে যায়। উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যে তাপনিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে লাইকা মারা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃত্রিম উপগ্রহ
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ খ্রিষ্টাব্দে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করে। ১৯৫৮ সালের ৩১ শে জানুয়ারি তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ
ভারতের প্রথম মহাকাশ উপগ্রহ অঝঞজঙঝঅঞ। টিভি ও বেতারসংকেত প্রেরণ এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগহগুলো সাধারণত পৃথিবীথেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে। কৃত্রিম উপগ্রহগুলোর উৎক্ষেপণের সময় পর্যাপ্ত জ্বালানি গ্রহণ করতে হয়। কারণ মহাকাশে রিফুয়েলিংয়ের কোনো সুযোগ নেই। তবে কিছু উপগ্রহ জ্বালানি হিসেবে সৌরশক্তি ব্যবহার করে।
ভূগোল : বায়ুমণ্ডল (Atmosphere) মহাশূন্য বাতাসের সীমানা ও ভর
ভুগোল সাধারণ জ্ঞান : কারমাইন লাইন
ভূগোল সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডলের স্তর
ভূগোল সাধারণ জ্ঞান : আবহাওয়া ও জলবায়ু