ড. মোহাম্মদ আমীন
কয়েকজন আধুনিক জ্যোতির্বিজ্ঞানী
চাঁদে অভিযানের পর আবিষ্কৃত হয়েছে প্লুটো-সহ অন্যান্য বামন গ্রহ, নিহারীকা, ধূমকেতু, কৃষ্ণগহ্বর। এ কাজে হাবল টেলিস্কোপের অবদান অনস্বীকার্য। আধুনিক জ্যোতির্বিজ্ঞান মহাবিশ্বকে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া আমাদের চোখের সামনে তুলে ধরেছে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বেশ কয়েকজন বিজ্ঞানীর মধ্যে আন্নি জাম কেনন (Annie Jump Cannon), মারিয়া মিশেল (Maria Mitchell), সি.ডব্লিউ থমবারগ(C.W. Tombaugh) হানরিটা সোয়ান লেভিট (Henrietta Swan Leavitt) প্রমুখ উল্লেখযোগ্য।
ভূগোল : বায়ুমণ্ডল (Atmosphere) মহাশূন্য বাতাসের সীমানা ও ভর