ড. মোহাম্মদ আমীন
তেজকটাল ও মরাকটাল এবং নিয়ত বায়ু
জোয়ার ভাটার তেজকটাল হয় – অমাবস্যায়। জোয়ার ভাটার মরাকাটাল হয় – পূর্ণিমায় । রাত ও দিনের উদ্ভব হয় আহ্নিক গতির কারণে । পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান ১২ ঘন্টা । চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলে প্রবল জোয়ার হয় ।যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে সূর্য ও চাঁদের অবস্থান
সূর্য গ্রহণে চন্দ্র থাকে পৃথিবী ও সূর্যের মাঝখানে । চন্দ্র গ্রহণে পৃথিবী থাকে সূর্য ও চন্দ্রের মাঝখানে ।
অঞ্চল
অঞ্চল একটি ভৌগোলিক প্রতিশব্দ যা বিভিন্ন অর্থে ভূগোলের বিভিন্ন শাখায় ব্যবহৃত হয়। সাধারণভাবে, অঞ্চল হলো একটি মাঝারি আয়তনের স্থল বা জলভাগ বোঝায়, যা প্রতিপাদিত এলাকার সমুদয় অংশ হতে ক্ষুদ্রতর এবং কোনো নির্দিষ্ট এলাকা হতে বৃহত্তর। একটি অঞ্চলকে অনেকগুলো ক্ষুদ্র এককের সমষ্টি হিসাবে অথবা বৃহৎ এলাকার একটি অংশ হিসেবেও বিবেচনা করা যায়। প্রাকৃতিক অঞ্চল, ঐতিহাসিকা অঞ্চল, পর্যটন অঞ্চল, প্রাকৃতিক সম্পদ অঞ্চল, ধর্মীয় অঞ্চল, রাজনীতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল, ভাষিক অঞ্চল- এরূপ অনেক অঞ্চল রয়েছে।
ভূগোল সাধারণ জ্ঞান : ভূগোলবিষয়ক কিছু সংজ্ঞার্থ