ড. মোহাম্মদ আমীন
জ্যোতির্বৈজ্ঞানিক একক এইউ
সৌর জগতে অভ্যন্তরে বিভিন্ন দূরত্ব পরিমাপ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত জ্যোতির্বৈজ্ঞানিক একক (astronomical unit -AU) ব্যবহার করেন। ১ (এক) জ্যোতির্বৈজ্ঞানিক একক হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। যার মান প্রায় ১৪৯,৫৯৮,০০০ কিলোমিটার বা ৯৩,০০০,০০০ মাইল। প্লুটো সূর্য থেকে প্রায় ৩৮ এইউ দূরেঅবস্থিত এবং সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫.২ এইউ। এক আলোক বর্ষ সমান প্রায় ৬৩,২৪০ এইউ।
আলোকবর্ষ
আলোক বর্ষ (Light – year, ly) হলো জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব বা দৈর্ঘ্য পরিমাপের একক। এক আলোক বর্ষ সমান ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৯ ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ হলো এক জুলীয় বছরে (৩৬৫.২৫ দিন) শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব। বর্ষ শব্দটি যুক্ত হওয়ার কারণে দৈর্ঘ্যের এই এককটি মাঝে মাঝে সময়ে একক হিসেবে ভুল করা হয়, কারণ বর্ষ বা বছর হল সময়ের একক।
ভূগোল সাধারণ জ্ঞান : ভূগোলবিষয়ক কিছু সংজ্ঞার্থ