ভূগোল সাধারণ জ্ঞান : বঙ্গবন্ধু স্যাটেলাইট

ড. মোহাম্মদ আমীন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ খ্রিষ্টাব্দের ১১ই মে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। ফলে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়। প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ২০১৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে একনেক সভায় দুই হাজার ৯৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয় এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় ৪৪ শতাংশ। এ ছাড়া ‘বিডার্স ফাইন্যান্সিং’ এর মাধ্যমে এ প্রকল্পের জন্য এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়। ২০১৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সাথে সরকারের একহাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি হয়। এক দশমিক ৫১ শতাংশ হার সুদসহ ১২ বছরে ২০ কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে।


ভূগোল সাধারণ জ্ঞান লিংক

ভূগোল : বায়ুমণ্ডল (Atmosphere) মহাশূন্য বাতাসের সীমানা ও ভর

ভুগোল সাধারণ জ্ঞান : কারমাইন লাইন

ভূগোল সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডলের স্তর

ভূগোল সাধারণ জ্ঞান : আবহাওয়া ও জলবায়ু

ভূগোল সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডলের উপাদান স্তর চাপ ও তাপ

ভূগোল সাধারণ জ্ঞান : ভূ-উপগ্রহ কেন্দ্র বাংলাদেশ

ভূগোল সাধারণ জ্ঞান : কৃত্রিম উপগ্রহ প্রথম কৃত্রিম উপগ্রহ

Language
error: Content is protected !!