বিশ্ব উষ্ণায়নের কারণ
বায়ুমণ্ডলে বিশেষভাবে নির্দিষ্ট গ্রিনহাউজ গ্যাসসমূহের উপস্থিতির মাত্রার উত্তরোত্তর বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো হলো কার্বন-ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এবং বায়ুমণ্ডলের জলীয়বাষ্প।
বিশ্ব উষ্ণায়নের প্রতিক্রিয়া
ধারণা করা হয় যে, ২১০০ খ্রিষ্টাব্দের মধ্যে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা ১.৮ ডিগ্রি থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ০.৫ মিটার বৃদ্ধি পাবে এবং মিসিসিপি থেকে বাংলাদেশে উচ্চ মাত্রায় জনসংখ্যা অধ্যুষিত উপকূলীয় এবং বদ্বীপ এলাকাসমূহে ব্যাপক প্লাবনের আশঙ্কা দেখে দেবে। অধিকন্তু, জলবায়ুগত দুর্যোগসমূহ যেমন, হারিকেন, ঘূর্ণিঝড় ও খরা ঘনঘন দেখা দেবে এবং এদের তীব্রতা বৃদ্ধি পাবে। গ্রীষ্মমণ্ডলীয় রোগসমূহ যেমন, ম্যালেরিয়া এবং কলেরা বিশ্ব উষ্ণায়নের কারণে বিষুবরেখা অঞ্চলের উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়তে পারে।
ভূগোল : বায়ুমণ্ডল (Atmosphere) মহাশূন্য বাতাসের সীমানা ও ভর
ভুগোল সাধারণ জ্ঞান : কারমাইন লাইন
ভূগোল সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডলের স্তর
ভূগোল সাধারণ জ্ঞান : আবহাওয়া ও জলবায়ু
ভূগোল সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডলের উপাদান স্তর চাপ ও তাপ