Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
ভূগোল সাধারণ জ্ঞান : ভূগোলবিষয়ক কিছু সংজ্ঞার্থ – Dr. Mohammed Amin

ভূগোল সাধারণ জ্ঞান : ভূগোলবিষয়ক কিছু সংজ্ঞার্থ

ভুগোল বিষয়ক কিছু সংজ্ঞার্থ

ড. মোহাম্মদ আমীন

ভুগোলশাস্ত্র
ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘এবড়মৎধঢ়যু’। এটি গ্রিক শব্দ ‘মবড়মৎধঢ়যরধ’থেকে আগত। যার অর্থÑ পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা। ভূগোল হচ্ছে বিজ্ঞানের সে শাখা যেখানে পৃথিবীর ভূমি, গঠন বিন্যাস এবং অধিবাসী সম্পর্কিত সকল বিষয়ে আলোচিত হয়। শব্দটি খ্রিষ্টপূর্ব ২য় শতকে গ্রিক প-িত এরাতোস্থেনেস (২৭৬Ñ১৯৪ খ্রিষ্টপূর্ব) প্রথম ব্যবহার করেন। প্রকৃতপক্ষে ভূগোলে মানুষের বসবাসের জগৎ ও তদ্সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে। ভূগোল প্রধানত প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল নামের দুটি শাখায় বিভক্ত।

মানবীয় ভূগোল
মানবীয় ভূগোল হচ্ছে সমাজ বিজ্ঞানের এমন একটি শাখা যা পৃথিবী এবং তার অভিবাসীদের বসবাসের স্থান এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে।

প্রাকৃতিক ভূগোল
প্রাকৃতিক ভূগোল ভূমিবিদ্যা বা ভূপদ্ধতি নামেও পরিচিত। প্রাকৃতিক ভুগোল প্রাকৃতিক বিজ্ঞানের সে শাখা যেটি প্রাকৃতিক পরিবেশের মূল অংশ, যেমন: বায়ুম-ল, বারিম-ল, জীবম-ল, ভূম-ল প্রভৃতির গঠন ও প্রকৃতি নিয়ে আলোচনা করে।

অর্থনৈতিক ভূগোল
অর্থনৈতিক ভূগোল হলো ভূগোলের এমন একটি শাখা যেখানে পরিবেশ ও কালের পরিপ্রেক্ষিত বিবেচনায় মানুষের আর্থিক কর্মকা- আলোচনা করে।

দেখুন: ভূগোল সাধারণ জ্ঞান লিংক