ভূ-উপগ্রহ কেন্দ্র
ড. মোহাম্মদ আমীন
ভূ-উপগ্রহ কেন্দ্র
ভূ-উপগ্রহ হলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ মাধ্যম। বর্হিবিশ্বের টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান সরাসরি অথবা রেকর্ড করে দর্শকদের দেখানেরা ব্যবস্থা ও বর্হিবিশ্বের সঙ্গে দেশের টেলিযোগাযোগ স্থাপন করা। এছাড়াও আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্সচেঞ্জ কাজে ব্যবহৃত হয়।
বাংলাদেশে ভূ-উপগ্রহ
বাংলাদেশে ৪টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে। যথা : প্রথম : বেতবুনিয়া (রাঙ্গামাটি); দ্বিতীয় : তালিবাবাদ (গাজীপুর); তৃতীয় : মহাখালি (ঢাকা) এবং চতুর্থ সিলেট। সজীব ওয়াজেদ জয় গাজীপুর ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের’ (স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন) উদ্বোধন করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি নতুনভাবে উদ্বোন করেন।
ভূ-উপগ্রহ কেন্দ্র চালুর তারিখ
১৯৭৪ খ্রিষ্টাব্দের ১৪ই জুন বঙ্গবন্ধু, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন। তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র চালু হয় ১৯৮২ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে; মহাখালী ভূ-উপগ্রহ চালু হয় ১৯৯৫ খ্রিষ্টাব্দের ১২ই ফ্রেবুয়ারি; এবং সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্রটি চালু হয় ১৯৯৭ খ্রিষ্টাব্দে।
ভূগোল : বায়ুমণ্ডল (Atmosphere) মহাশূন্য বাতাসের সীমানা ও ভর
ভুগোল সাধারণ জ্ঞান : কারমাইন লাইন
ভূগোল সাধারণ জ্ঞান : বায়ুমণ্ডলের স্তর