মক্কা পরিদর্শনকারী প্রথম নন-মুসলিম
ড. মোহাম্মদ আমীন
সৌদি আরবের সকল সরকারি স্কুল ধর্মীয়। প্রত্যেক স্কুলে প্রথম গ্রেডের শিক্ষার্থীদের স্কুল সময়ের অর্ধেক কোরআন অধ্যয়ন করতে হয়। বাকি সময় অন্যান্য বিষয় পড়ানো হয়। সবকিছু মিলিয়ে সৌদি আরবের স্কুলে শিক্ষার্থীদের ১২ ঘণ্টা অধ্যয়ন করতে হয়। কোনো নন-মুসলিম সৌদি আরবের নাগরিক হতে পারে না এবং নন-মুসলিমদের কোনো প্রার্থনাগৃহ নির্মাণও সৌদি আরবে অনুমোদিত নয়। হজযাত্রীদের রক্ষার উদ্দেশ্যে নিয়োজিত ক্রীতদাস রক্ষীর ছদ্মবেশে লুডোভিকো ডি ভার্থমা (Ludovico de Varthema) নামের এক ইতালিয়ান ১৫০৩ খ্রিষ্টাব্দে মক্কা ভ্রমণ করে কাবা শরিফের বর্ণনা লিপিবদ্ধ করেন। সেখানে তিনি ৩ সপ্তাহ অবস্থান করেছিলেন। কোনোরূপ দুর্ঘটনা ছাড়া তিনি মক্কা ত্যাগ করেন। তিনিই মক্কা ভ্রমণকারী পৃথিবীর প্রথম নন-মুসলিম। তবে ইয়েমেনে এসে তিনি ধৃত হন। তাকে হাজতে দেওয়া হয়, কিন্তু একজন সুলতানের উপপত্নীর আনুকূল্যের কারণে তিন মাস পর মুক্তি পান।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/৪
বাংলা ভাষার মজা : শুভঙ্করের ফাঁকি