অন্নদামঙ্গল
মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে খ্যাত অষ্টাদশ শতকের কবি রায়গুণাকর ভারতচন্দ্র (জন্ম ১৭০৫-১৭১০ খ্রিষ্টাব্দ) ১৭৫২ খ্রিষ্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। তিনি ৪০ বছর বয়সে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি হয়েছিলেন। অন্নদামঙ্গল কাব্য রচনা করায় রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে গুণাকর উপাধিতে ভূষিত করেছিলেন। মঙ্গলকাব্য ধারার শেষকবি ভারতচন্দ্র রায় বিদ্যসুন্দর কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে খ্যাত। অন্নদামঙ্গল কেবল মধ্যযুগের শ্রেষ্ঠ গ্রন্থ নয়, বরং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত। ভারতচন্দ্রকে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয়। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্যান্য গ্রন্থের মধ্যে মৈথিলি কবি ভানুদত্তের ‘রসমঞ্জরী’ কাব্যের অনুবাদ অন্যতম। তিনি সংস্কৃত ভাষায় ‘নাগাষ্টক’ ও ‘গঙ্গাষ্টক’ কবিতা রচনা করেছিলেন। ‘চ-ীনাটক’ রায়গুণাকরের একটি অসমাপ্ত রচনা। ১৭৬০ খ্রিষ্টাব্দে কবি রায়গুণাকর মারা যান।