ড. মোহাম্মদ আমীন
মাঝি বাংলা শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত মাঝি শব্দের অর্থ— নৌকার দাঁড় বাওয়া যার পেশা। মৎস্যব্যবসায়ী, জেলে। সাঁওতাল পল্লির মোড়ল। আলংকারিক অর্থে—কোনো নির্দিষ্ট কাজে নেতৃত্বদানকারী ব্যক্তিকেও গ্রাম বাংলায় সাধারণভাবে ‘মাঝি’ বলার দীর্ঘ রেওয়াজ লক্ষণীয়। কারণ, বাংলার আদিবাসীদের অন্যতম সাঁওতাল পল্লির মোড়ল মাঝি নামে পরিচিত ছিল। ওই সাঁওতাল মাঝি থেকে বাংলায় নেতা মাঝির আবির্ভাব। এখনও সঁওতাল পল্লির মোড়লকে মাঝি বলা হয়। সাহিত্য ও সংগীতে মাঝি শব্দটিকে কেবল অভিধার্থে সীমিত রাখা হয়নি। সাঁওতাল মোড়লের সূত্রে বিভিন্ন প্রাচীন এবং অধুনা পল্লি ভাওয়াইয়া গানে মাঝি শব্দটি বহুকাল থেকে নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত হয়ে আছে। এখন প্রশ্ন হলো রাজমিস্ত্রীর কাজে নেতৃত্বদানকারী শ্রমিককে কেন মাঝি বলা হয়?
ভবন, বাসাবাড়ি প্রভৃতি তৈরির কাজে নেতৃত্বদানকারী শ্রমিককে মাঝি বলার কারণ ‘সাঁওতাল পল্লির মোড়ল’ কথার সঙ্গে সম্পর্কিত। অনেকের মতো, বর্তমানে ভবন বা ঘরবাড়ি তৈরির কাজে ব্যবহৃত মাঝি শব্দটির অর্থ সাঁওতাল ‘মাঝি’ অর্থাৎ মোড়ল বা নেতা। কিন্তু কীভাবে? বাংলা অঞ্চলে বাসা-বাড়ি প্রভৃতি নির্মাণ কাজে সাঁওতালরা বহুপ্রাচীনকাল থেকে দক্ষ ছিল। এসব কাজে সাঁওতালদের কোনো তুলনা ছিল না। মুসলিম আগমনের পূর্ব পর্যন্ত দীর্ঘকাল পর্যন্ত ভবনাদি নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের প্রাধান্য ছিল। ফলে প্রাচীনকালে বড়ো বড়ো বাড়িঘর তৈরি কিংবা ভবনাদি নির্মাণ সাঁওতাল শ্রমিকদের নেতৃত্বে সম্পাদিত হতো। ওই নেতাকে সাঁওতাল পল্লির মোড়ল শব্দের অনুকরণে মাঝি ডাকা হতো। অধিকন্তু, বাংলার আদি আদিবাসী সাঁওতালদের পল্লিমোড়ল বা নেতার প্রভাবও মাঝি শব্দটিতে রায়েছে। ফলে সেই বহুকাল পূর্ব থেকে রাজমিস্ত্রির নেতাকে মাঝি বলে ডাকার রেওয়াজ শুরু হয়। যা এখনও চালু রয়েছে।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক