মাথার কোনো শেষ নেই

মাথার কোনো শেষ নেই, আরো আছে বাংলায় 

ড. মোহাম্মদ আমীন

 দেখুন, মাথা দিয়ে কত কী করা যায় এবং কত কী হয়। 

মাথা আঁচড়ানো : চিরুনি দিয়ে কেশবিন্যাস করা।ক্রিয়াবিশেষণ।
মাথা উঁচু করা : মাথা তোলা, বিপদ কাটিয়ে ওঠা, উন্নতি করা, নিজেকে প্রকাশ করা, বিদ্রোহ করা।
মাথাওয়ালা : মাথাবিশিষ্ট, বুদ্ধিমান, চতুর।
মাথা করা : ক্ষতি করতে অসমর্থ হওয়া।
মাথা কাটা যাওয়া : অত্যন্ত লজ্জা পাওয়া, অপমানিত হওয়া।

মাথা কেনা : সর্বময় কর্তা বনে যাওয়া, সর্বেসর্বা হওয়া।
মাথা কোটা : মনের দুঃখে দেওয়াল প্রভৃতির সঙ্গে মাথা ঠোকা।
মাথা খাও: মাথার দিব্যি দিয়ে শপথ করার অনুরোধ।
মাথা খাওয়া : সর্বনাশ করা, অত্যধিক পশ্রয় দিয়ে বিগড়ে দেওয়া।
মাথা খাটানো : মস্তিষ্ক বা বুদ্ধি চালনা করা।

মাথাখারাপ : অপ্রকৃতিস্থ, খ্যাপাটে।
মাথা খারাপ : দুশ্চিন্তার কারণে অস্থির হওয়া।
মাথা খেলানো : বুদ্ধি খাটানো।
মাথা খোঁড়া : মাথা কোটা, মনের দুঃখে দেওয়াল প্রভৃতির সঙ্গে মাথা ঠোকা।
মাথাগরম : কোপনস্বভাববিশিষ্ট, রাগী, বদমেজাজি।

মাথাগরম করা : উত্তেজিত হওয়া, ক্রুদ্ধ হওয়া, অস্থির হওয়া।
মাথাগরম হওয়া : ক্রোধ সৃষ্টি হওয়া, রাগান্বিত হওয়া, অস্থির হওয়া।
মাথা গলানো : অনধিকারচর্চায় লিপ্ত হওয়া।
মাথা গুলানো : হতবুদ্ধি করা, কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
মাথা গোঁজা : বসবাস করার জন্য কোনো রকমে আশ্রয় বা ঠাঁই পাওয়া।

মাথা ঘামানো : কোনো বিষয়ে চিন্তামগ্ন হওয়া।
মাথা ঘোরা : চারদিক ঘুরছে এমন বোধ করা, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া।
মাথা চাড়া দেওয়া : নিজের অস্তিত্ব জ্ঞাপন করা, হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠা।
মাথা চুলকানো : কোনো কিছুর জবাব উপায় বা সংকল্প স্থির করতে না পেরে মাথায় আঙুল চালনা করা।

মাথা ঠান্ডা করা : উত্তেজনা দূর করে শান্ত হওয়া, ক্রোধ পরিহার করা।
মাথা ঠিক রাখা : বিপদ বা উত্তেজনায় শান্ত ও অবিচল থাকা।
মাথা তোলা : সতেজ হয়ে ওঠা, প্রফুল্ল হওয়া, উন্নতি করা, বিদ্রোহী হওয়া।
মাথাধরা : মাথায় যন্ত্রণাবোধ, শিরঃপীড়াবিশেষ।
মাথা ধরা : মাথা স্পর্শ করা।

মাথা নিচু হওয়া : লজ্জা ও অপমানে কুণ্ঠিতবোধ করা, মর্যাদাহানি ঘটা।
মাথা নোয়ানো : নতিস্বীকার করা।
মাথাপাগলা : বাতিকগ্রস্ত, খ্যাপাটে।
মাথাপিছু : জনপ্রতি।
মাথা পেতে নেওয়া: শিরোধার্য বলে মেনে নেওয়া, সম্পূর্ণরূপে স্বীকার করা।

মাথা বিকানো : সম্পূর্ণরূপে বশ্যতা স্বীকার করা।
মাথাব্যথা : শিরঃপীড়া, গরজ, আগ্রহ।
মাথামুন্ড : বোঝার মতো বিষয়।[ তার কথার মাথামুন্ড কিছু বুঝিনি।]
মাথামোটা : স্থূলবুদ্ধিসম্পন্ন।
মাথা হেঁট হওয়া : লজ্জা বা অপমানে মাথা নত হওয়া, নতি স্বীকার করা।


কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

Language
error: Content is protected !!