মান ও মাণ নিয়ে গঠিত কিছু শব্দ/২

ড. মোহাম্মদ আমীন

মান/মাণ সহযোগে গঠিত কিছু শব্দ (পর্ব-৪)
৩১. জায়মান: যা জন্মাচ্ছে
৩২.জৃম্ভমাণ: যা জৃম্ভণ করছে অর্থাৎ হাই তুলছে
৩৩. জ্ঞায়মান: যা জানা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে
৩৪. দণ্ডায়মান: যা দাঁড়িয়ে আছে
৩৫. দহ্যমান: যা পুড়ছে

৩৬. দিপ্যমান: যা দীপ্তি দিচ্ছে
৩৭. দীয়মান: যা প্রদত্ত হচ্ছে
৩৮. দৃশ্যমান: দৃষ্ট হচ্ছে এমন
৩৯. দোদুল্যমান/ দোলায়মান: যা ক্রমাগত দুলছে
৪০. ধাবমান: যে দৌড়াচ্ছে

মান/মাণ সহযোগে গঠিত কিছু শব্দ (পর্ব-৫)

৪১. ধুমায়মান: যা থেকে ধোঁয়া উঠছে
৪২. ধ্রিয়মান: যাকে ধারণ করা হচ্ছে
৪৩. নিরীক্ষমাণ: যে নিরীক্ষণ করছে
৪৪. নিরীক্ষ্যমাণ: যাকে নিরীক্ষণ করা হচ্ছে
৪৫. নির্মীয়মাণ: যা নির্মাণ করা হচ্ছে
৪৬. নীয়মান: যা নেওয়া হচ্ছে বা যাকে নিয়ে যাওয়া হচ্ছে
৪৭. নৃত্যমান: যে নৃত্য করছে
৪৮. পলায়মান: পালিয়ে যাচ্ছে যে
৪৯. প্রতীক্ষমাণ: যে প্রতীক্ষা করে রয়েছে
৫০. প্রতীক্ষ্যমাণ: যার জন্য প্রতীক্ষা করা হচ্ছে
ক্রমশ:
মান/মাণ সহযোগে গঠিত কিছু শব্দ (পর্ব-৬)

৫১. প্রতীয়মান: যা অনুভূত বা জ্ঞাত হচ্ছে
৫২. প্রবহমাণ: যা প্রবাহিত হয়ে চলছে
৫৩. প্রশংসমান: প্রশংসা করে যাচ্ছে যে
৫৪.প্রস্তূয়মান: যা প্রস্তুত হতে থাকার প্রক্রিয়ার মধ্যে আছে
৫৫. প্রীয়মাণ: যে প্রীতি অনুভব করছে
৫৬. প্লবমান: যা প্লাবিত হচ্ছে বা ভাসছে
৫৭. ফেনায়মান: যা নিজে-নিজেই ফেনা তৈরি করছে
৫৮. বর্তমান: যে সময় এখন চলছে
৫৯. বর্ধমান: যা বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে
৬০. বহমান: যা বইছে বা বয়ে যাচ্ছে


All Link

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

 

Language
error: Content is protected !!