ড. মোহাম্মদ আমীন
মান/মাণ সহযোগে গঠিত কিছু শব্দ (পর্ব-১)
১. অধীয়মান: পঠিত হচ্ছে বা অধীত হচ্ছে যা।
২. অনুমীয়মান: অনুমান করা হচ্ছে এমন।
৩. অপচীয়মান: অপব্যয়িত বা অপচিত হচ্ছে এমন।
৪. অপসৃয়মাণ: যা নিজেই সরে পড়ছে; বিলীয়মান।
৫. অপস্রিয়মাণ: যাকে অপসারণ করা হচ্ছে (অশুপ্র)।
৬. অস্তায়মান: যা অস্তে যাচ্ছেে, অস্তমিত হচ্ছে এমন।
৭. আলোচ্যমান: যা আলোচিত হচ্ছে।
৮. উচ্ছিদ্যমান: যার স্থানচ্যুতি হচ্ছে/ যার উচ্ছেদ ঘটানো হচ্ছে
৯. উচ্যমান: যা উচ্চারিত হয়ে যাচ্ছে/ যা বলা হচ্ছে।
১০. উড্ডীয়মান: যা উড়ছে, উড়ন্ত।
[ একই পদের মধ্যে প্রথমে ঋ ঋৃ ষ্-র্ এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অুনস্বার থাকে তাহলে পরের ন, ণ হয়ে যায়। অপসৃয়মাণ ও অপস্রিয়মাণ এমন তাই অপেক্ষমাণ বানানের মান এর ন, ণ হয়ে গিয়েছে।]
মান/মাণ সহযোগে গঠিত কিছু শব্দ (পর্ব-২)
১১.উৎপদ্যমান: যা উৎপাদিত হয়ে যাচ্ছে
১২. উদীয়মান: উদিত হচ্ছে এমন; প্রতিষ্ঠা লাভ করছে এমন
১৩. উপচীয়মান: যা সংগৃহীত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে
১৪. উহ্যমান: যাকে বহন করা হচ্ছে
১৫. কম্পমান: যা কাঁপছে
১৬. কলহায়মান: যে কলহ বা ঝগড়া করছে
১৭. ক্রমমাণ: ইতস্তত গমন করেছে যা
১৮. ক্রিয়মান: করা হচ্ছে এমন
১৯. ক্রীড়মান: যে খেলে যাচ্ছে
২০. ক্লিশ্যমান: যে ক্লেশ পাচ্ছে
মান/মাণ সহযোগে গঠিত কিছু শব্দ (পর্ব-৩)
২১. ক্ষিপ্যমাণ: যা ক্ষেপণ করা হচ্ছে বা ছুঁড়ে ফেলা হচ্ছে
২২.ক্ষীয়মাণ: যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে
২৩. খিদ্যমান: খেদ করছে এমন
২৪. গম্যমান/ জ্ঞায়মান: যা জানা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে এমন,
২৫. গর্জমান: যা গর্জন করছে
২৬. গ্রসমাণ: গ্রাস করছে এমন/ গিলে ফেলছে এমন
২৭. ঘটমান: যা ঘটছে/ যা ঘটে চলেছে
২৮.ঘনায়মান: যা ঘণীভূত হচ্ছে
২৯. ঘূর্ণায়মান/ঘূর্ণ্যমান: যা ঘুরছে [‘যা চলছে’ অর্থে অনেকে চলমান লিখেন, এটি ব্যাকরণ সিদ্ধ নয়; ‘যা চলছে’ তা চলন্ত]
৩০. জাজ্বল্যমান/ দেদীপ্যমান: যা জ্বলে যাচ্ছে
ক্রমশ:
————————
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা