মিষ্টিমুখ আর মিষ্টি মুখ

ড. মোহাম্মদ আমীন

সংস্কৃত ‘মিষ্ট’ থেকে মিষ্টি। ‘মিষ্ট’ শব্দের ই-কার যেন নববধূর লাজনত ঘোমটা। আহ মিষ্ট, তুমি বাংলায় এসে ‘মিষ্টি’ হয়ে আমাদের কী মনোহর মিষ্টিতে ভাসিয়ে দিলে। বাক্যে সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘মিষ্ট’ হতে উদ্ভূত তদ্ভব ‘মিষ্টি’ শব্দের অর্থ :

১. মধুর স্বাদযুক্ত; যেমন : মহেশখালীর মিষ্টি পান, কলজে ধরে দিল টান।

২. শ্রুতি মধুর; মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলীতে।
৩. প্রীতিপদ; কী
 মিষ্টি দেখো মিষ্টি, কী মিষ্টি সকাল

৪. মাধুর্যপূর্ণ; বেশ মিষ্টি পরিবেশে আলোচনা হলো পক্ষদের।

তবে, শব্দটি বিশেষ্য হিসেবেও ব্যবহৃত হয়। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত মিষ্টি শব্দের অর্থ মিঠাই।

৫. মিঠাই; রসগোল্লার মিষ্টি, জিভে আনে বৃষ্টি।

 

এখন শেষ হয়নি। আরো আছে, অনেক আছে মিষ্টি। যেমন : মিষ্টিআলু, মিষ্টিকুমড়া, মিষ্টিমুখ। মিষ্টিমুখ শব্দটি মিষ্টি মুখের মতো মিষ্টি। মিষ্টিমুখআরমিষ্টি মুখসমার্থক নয়। ‘মিষ্টিমুখ’ শব্দের অর্থ অভ্যাগতকে মিষ্টি দিয়ে আপ্যায়ন। কিন্তু ‘মিষ্টি মুখ’ অর্থ মোহনীয় মুখ, মায়াবী মুখ। যেমন : এক ঝাঁক মিষ্টি মুখ বরযাত্রীদের ‘মিষ্টিমুখ’ করালেন।

এবার মিষ্টি নিয়ে একটি মিষ্টি বাক্য : মিষ্টি দুপুরে মিষ্টি বাতাসে মিষ্টি বউয়ের মিষ্টি হাতের তৈরি মিষ্টি চায়ে মিষ্টি চুমুক দিতে না-দিতেই সারা পৃথিবীটা আমার, মিষ্টি হয়ে গেল; বিমোহিত আমি মিষ্টিমুখ করানোর পর মিষ্টি বধূ মিষ্টি গলায় গেয়ে উঠল :

কী মিষ্টি দেখো মিষ্টি
কী মিষ্টি এ সকাল
সোনা ঝরছে, ঝরে পড়ছে
কী মিষ্টি এ সকাল

Total Page Visits: 370 - Today Page Visits: 3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!