ড. মোহাম্মদ আমীন
ডা. ক্যাপ্টেন সিতারা বেগম
ডা. ক্যাপ্টেন সিতারা রহমান ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। সিতারা রহমান ১৯৪৬ খ্রিষ্টাব্দের ৫ই সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল থেকে পাশ করার পর তিনি পাকিস্তান সেনাবাহিনীর সেনামেডিকেল কোরে লেফটেন্যান্ট হিসাবে যোগ দেন। ১৯৭০ খ্রিষ্টাব্দে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়োাজিত ছিলেন। সে সময় তাঁর বড়ো ভাই মুক্তিযোদ্ধা মেজর এটিএম হায়দার পাকিস্তান থেকে কুমিল্লায় বদলি হয়ে আসেন। ১৯৭১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে সিতারা ও তার ভাই মেজর হায়দার ইদের ছুটিতে কিশোরগঞ্জে যান। সেসময় দেশ জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে। হায়দার তার বোনকে ক্যান্টনমেন্টে যেতে নিষেধ করেন এবং পরে বোন সিতারা, বাবা-মা ও কয়েকজন মুক্তিযোদ্ধাকে ভারত পাঠিয়ে দেন। সিতারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য মেলাঘরে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নামে ৪৮০ শয্যার একটি হাসপাতাল কাজ শুরু করেন। ক্যাপ্টেন ডা. সিতারা সেক্টর-২ এর অধীনে কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর ড. সিতারা রেডিওতে বাংলাদেশ স্বাধীন হবার সংবাদ শুনে ঢাকা চলে আসেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে তাঁর ভাই মেজর হায়দার নিহত হলে ডা. সিতারা ও তাঁর পরিবার বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন।
কাকন বিবি
অনেক জায়গায় মহিলা বীর প্রতীক হিসেবে কাঁকন বিবির নামও দেখা যায়। কাঁকন বিবি একজন সাহসী মুক্তিযোদ্ধা-বীরাঙ্গনা। ১৯৯৬ খ্রিষ্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীরপ্রতীক উপাধীতে ভূষিত করলেও সেটি আজও গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি। তাই তালিকায় কাঁকন বিবির নাম নেই।
মুক্তিযুদ্ধে মহিলা : বীরপ্রতীক তারামন বিবি
১. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : প্রথম শহিদ বীরশ্রেষ্ঠ
২. বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল : দ্বিতীয় শহিদ বীরশ্রেষ্ঠ
৩. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : তৃতীয় শহিদর বীরশ্রেষ্ঠ
৪. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ : চতুর্থ শহিদ বীরশ্রেষ্ঠ
৫. বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান : পঞ্চম শহিদ বীরশ্রেষ্ঠ.
৬. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন : ষষ্ঠ শহিদ বীরশ্রেষ্ঠ
৭. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সপ্তম শহিদ বীরশ্রেষ্ঠ
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সমগ্র : লিংক
—————————————————————————————-
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন