বঙ্গবন্ধুর ডাক নাম
বঙ্গবন্ধুর ডাক নাম খোকা। পিতা-মাতা এবং পরিবারের সদস্যবর্গ এবং আত্মীয়স্বজন তাঁকে আদর করে ‘খোকা’ নামে ডাকতেন। গ্রামবাসীরা ডাকতেন মিঞা ভাই এবং বন্ধুদের কাছে তিনি মুজিব ভাই নামে সমধিক পরিচিত ছিলেন। গ্রামীণ মুরুব্বিরা তাঁকে ডাকতেন শেখের ব্যাটা।
মুজিব শব্দের অর্থ
মুজিব শব্দের অর্থ – উত্তর দাতা, বা সঠিক উত্তরদাতা, সাড়াদানকারী প্রভৃতি। প্রসঙ্গত, একটা শব্দের একাধিক অর্থ থাকে। বঙ্গবন্ধুর মাতামহ শেখ আবদুল মজিদ এই নাম রাখেন।