ড. মোহাম্মদ আমীন
মুদ্রা ও দোষ শব্দ নিয়ে মুদ্রাদোষ শব্দটি গঠিত। ‘মুদ্রা’ মানে টাকা পয়সা, অর্থ, সিলমোহর, ছাপ, হিন্দুদের দেবপূজাকালে বিভিন্ন ভঙ্গিতে করবিন্যাস, নাচের অঙ্গভঙ্গি, করতল বা পদতলের বিশেষ চিহ্ন প্রভৃতি। সুতরাং নানা কাজে ব্যক্তি বিশেষের নিজস্ব মুদ্রা, চিহ্ন বা অঙ্গিভঙ্গি থাকে। সবার কথা বা বাচনভঙ্গি এক নয়। প্রত্যেকে একটি নিজস্ব মুদ্রা বা আঙ্গিকে আচরণ করে। তা হাতের, মুখের, চোখের বা শরীরের কিংবা স্বরবিস্তার, অঙ্গপরিচালনা- অথবা অন্য কোনোভাবে হতে পারে। এ সব মুদ্রার অতি ব্যবহার কিংবা যে ব্যবহার অন্যের কাছে দোষের মনে হয় তা-ই মুদ্রাদোষ হয়ে পড়ে।
সূত্র : ড. মোহাম্মদ আমীন, বাংলা শব্দের পৌরাণিক উৎস, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
দেখুন : শুদ্ধ বানান চর্চাবিষয়ক লিংক : শুবাচ লিংক/২ এবং শুবাচ লিংক/১