শুয়োর-স্যার
ড. মোহাম্মদ আমীন
ষোলো বছর আগের কথা। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অভয়নগর থেকে মহালছড়ি বদলি করা হয়েছে। আমি গাড়ির সামনে। পেছনে অফিস-সুপার চামাপ্রু। পাহাড়ি পথ, গাড়ি চলছে কালো ধোঁয়া ছেড়ে। অনেক্ষণ সবাই চুপচাপ। নতুন অফিসার আমি, বেশি কথা বলা আদৌ শোভনীয় হবে কি না বুঝতে পারছিলেন না চামাপ্রু।

কী বললেন? আমি শুয়োর! বিব্রতস্বরে জানতে চাইলাম। লজ্জা আমার নাকের ডগায় পাখা নাড়ছে অপরিচিত রমণীর মতো।
চামাপ্রু : আপনি স্যার শুয়োর স্যার হতে যাবেন কেন?
তাহলে শুয়োর স্যার কে?
ড্রাইভার স্বপন রাস্তার ডানপাশ দেখিয়ে বলল: ওই যে শুয়োর, দেখুন শুয়োর স্যার।
আবারও শুয়োর স্যার, মাথা পাগল করে দেবে বুঝি। রাস্তার ডানপাশে চোখ দিলাম। এক পাল শুয়োর সামরিক শাসকের মতো দিব্যি স্বাধীনতায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
বললাম : তোমরা কি শুয়োরকে ‘স্যার’ ডাকো?
চামাপ্রু : না, স্যার।
তাহলে, ‘শুয়োর-স্যার’ কে?
চামাপ্রু : রাস্তায় যেগুলো চরছিল সেগুলো ‘শুয়োর’, আপনি হচ্ছেন ‘স্যার’।
তার মানে তোমরা সমাস করেছ? শুয়োর ও স্যার = শুয়োর স্যার।
স্বপন : জি স্যার। আমি বাংলা দ্বিতীয়পত্রে সাতান্ন পেয়েছিলাম।
চামাপ্রু : আমি স্যার বাষট্টি পেয়েছিলাম।
তিলোত্তমা : বাংলা বানান কোথায় কী লিখবেন
মুদ্রাদোষ : জ্বি স্যার : কৌতুকে কৌতুকে সয়লাব
মুদ্রা দোষ : আপনার স্ত্রী আমাকে জড়িয়ে ধরল
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।