মূর্ধন্য-ণ বহুরূপী ফাঁকি মারে চুপি চুপি

ড. মোহাম্মদ আমীন

মনে রাখবেন ‘মূর্ধন্য-ণ‘ কিন্তু ‘দন্ত্য-ন‘ দিয়ে লিখতে হয়। এটি ণত্ব বিধানের সূত্র।
র, ঋ এবং ষ ধ্বনির পরবর্তী ‘দন্ত্য-ন’ সাধারণত: মূর্ধন্য-ণ হয়ে যায়।
তাহলে দর্শন, অর্চনা, প্রার্থনা, কোরান, বর্জন, অর্জন ইত্যাদি বানানে দন্ত্য-ন কেন?
এসব বানানে ও বিধি অনুযায়ী ‘মূর্ধন্য-ণ’ হওয়া কথা কিন্তু হয় না। কারণ: র, ঋ এবং ষ ধ্বনির মাঝখানে যদি চ, ট ও ত বর্গের ধ্বনি কিংবা ল, শ, স, ড় এবং ঢ় ধ্বনিগুলোর যে কোনো একটি থাকে তাহলে মূর্ধন্য-ণ পরিবর্তন হয়ে দন্ত্য-ন হয়ে যায়।
তাহলে কোরান বানানে দন্ত্য ন কেন?
উত্তর হচ্ছে, বিদেশি (তদ্ভব) শব্দে কখনও মূর্ধন্য-ণ হয় না। কারণ তদ্ভব শব্দ ণত্ব বিধান অনুসরণ করে না।

প্রয়োজনীয় কয়েকটি লিংক

সত্তা সত্ত্ব ও স্বত্বা বানান মনে রাখার কৌশল

শুদ্ধ বানান চর্চা/১

শুদ্ধ বানান চর্চা/২

শুদ্ধ বানান চর্চা/৩

শুদ্ধ বানান চর্চা/৪

Language
error: Content is protected !!