ড. মোহাম্মদ আমীন
এই পোস্টের লিংক: https://draminbd.com/যুক্তবর্ণের-তালিকা-২/
৫১. চ্ব = চ + ব; যেমন- চ্বী
৫২. চ্য = চ + য; যেমন- প্রাচ্য
৫৩. জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
৫৪. জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
৫৫. জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
৫৬. জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
৫৭. জ্ব = জ + ব; যেমন- জ্বর
৫৮. জ্য = জ + য; যেমন- রাজ্য
৫৯. জ্র = জ + র; যেমন- বজ্র
৬০. ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল।
৬১. ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
৬২. ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
৬৩. ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
৬৪. ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
৬৫. ট্ব = ট + ব; যেমন- খট্বা
৬৬. ট্ম = ট + ম; যেমন- কুট্মল
৬৭. ট্য = ট + য; যেমন- নাট্য
৬৮. ট্র = ট + র; যেমন- ট্রেন (ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত)
৬৯. ড্ড = ড + ড; যেমন- আড্ডা
৭০. ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান।
৭১. ড্য = ড + য; যেমন- জাড্য
৭২. ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম ( ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত)
৭৩. ড়্গ = ড় + গ; যেমন- খড়্গ
৭৪. ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
৭৫. ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র ( বিরল প্রয়োগ)
৭৬. ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
৭৭. ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
৭৮. ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
৭৯. ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল।
৮০. ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
৮১. ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
৮২. ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
৮৩. ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
৮৪. ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
৮৫. ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
৮৬. ণ্য = ণ + য; যেমন- পুণ্য।
৮৭. ত্ত = ত + ত; যেমন- উত্তর
৮৮. ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
৮৯. ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
৯০. ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ।
৯১. ত্ন = ত + ন; যেমন- যত্ন
৯২. ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
৯৩. ত্ম = ত + ম; যেমন- আত্মা
৯৪. ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
৯৫. ত্য = ত + য; যেমন- সত্য
৯৬. ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
৯৭. ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
৯৮. থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
৯৯. থ্য = থ + য; যেমন- পথ্য
১০০. থ্র = থ + র; যেমন- থ্রি (ইংরেজি/ বিদেশি শব্দে ব্যবহৃত)
——————————-