ড. মোহাম্মদ আমীন
এই সংযোগের লিংক: https://draminbd.com/যুক্তবর্ণের-তালিকা-৩/
১০১. দ্গ = দ + গ; যেমন- উদ্গম
১০২. দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
১০৩. দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
১০৪. দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা
১০৫. দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ
১০৬. দ্ব = দ + ব; যেমন- বিদ্বান
১০৭. দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত
১০৮. দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
১০৯. দ্ম = দ + ম; যেমন- ছদ্ম
১১০. দ্য = দ + য; যেমন- বাদ্য।
১১১. দ্র = দ + র; যেমন- রুদ্র
১১২. দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য
১১৩. ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু
১১৪. ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি
১১৫. ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান
১১৬. ধ্য = ধ + য; যেমন- আরাধ্য
১১৭. ধ্র = ধ + র; যেমন- ধ্রুব
১১৮. ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত)
১১৯. ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল ( ইংরেজি/কৃতঋণ শব্দে ব্যবহৃত)
১২০. ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন।
১২১. ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড

১২২. ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড
১২৩. ন্ত = ন + ত; যেমন- জীবন্ত
১২৪. ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা
১২৫. ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য
১২৬. ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র
১২৭. ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
১২৮. ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ
১২৯. ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স ( ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত)
১৩০. ন্দ = ন + দ; যেমন- ছন্দ।
১৩১. ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য
১৩২. ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব
১৩৩. ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র
১৩৪. ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ
১৩৫. ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য
১৩৬. ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র
১৩৭. ন্ন = ন + ন; যেমন- নবান্ন
১৩৮. ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি
১৩৯. ন্ম = ন + ম; যেমন- চিন্ময়
১৪০. ন্য = ন + য; যেমন- ধন্য।
১৪১. প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা, ক্যাপ্টেন ( ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত)
১৪২. প্ত = প + ত; যেমন- সুপ্ত
১৪৩. প্ন = প + ন; যেমন- স্বপ্ন
১৪৪. প্প = প + প; যেমন- ধাপ্পা
১৪৫. প্য = প + য; যেমন- প্রাপ্য
১৪৬. প্র = প + র; যেমন- ক্ষিপ্র
১৪৭. প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস (ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত।)
১৪৮. প্ল = প + ল; যেমন-আপ্লুত
১৪৯. প্স = প + স; যেমন- লিপ্সা
১৫০. ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ, আফ্রিকা, রেফ্রিজারেটর (ইংরেজি/ কৃতঋণ শব্দে ব্যবহৃত।)
———————-