Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
যুক্তবর্ণের তালিকা – Dr. Mohammed Amin

যুক্তবর্ণের তালিকা

ড. মোহাম্মদ আমীন
এই পোস্টের সংযোগ: https://draminbd.com/যুক্তবর্ণের-তালিকা/
এই তালিকায় বাংলায় এ পর্যন্ত ব্যবহৃত বা ব্যবহারযোগ্য প্রায় সব যুক্তবর্ণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন কিছু যুক্তবর্ণ দেওয়া হয়েছে, যেটি দিয়ে কেবল একটি শব্দ গঠিত হয়েছে। আবার এমন অনেক যুক্ত বর্ণ দেওয়া হয়েছে, যার ব্যবহার বাংলায় এখন বিরল। এবার চলুন দেখি:
১. ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
২. ক্ট = ক + ট; যেমন- ডক্টর ( ইংরেজি ও কৃতঋণ শব্দে ব্যবহৃত)
৩. ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

৪. ক্ত = ক + ত; যেমন- রক্ত

৫. ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
৬. ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
৭. ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
৮. ক্য = ক + য; যেমন- বাক্য
৯. ক্র = ক + র; যেমন- চক্র
১০. ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি।
১১. ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
১২ ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
১৩. ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
১৪. ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
১৫. ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
১৬. ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
১৭. ক্স = ক + স; যেমন- বাক্স
১৮. খ্য = খ + য; যেমন- সখ্য
১৯. খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
২০. গ্ণ = গ + ণ; যেমন – রুগ্ণ।
২১. গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
২২. গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
২৩. গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
২৪. গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
২৫. গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র,অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
২৬. গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
২৭. গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
২৮. গ্য = গ + য; যেমন- ভাগ্য
২৯. গ্র = গ + র; যেমন- গ্রাম
৩০. গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট।
৩১. গ্ল = গ + ল; যেমন- গ্লানি
৩২. ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
৩৩. ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
৩৪. ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
৩৫. ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
৩৬. ঙ্ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্ক্তি
৩৭. ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
৩৮. ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
৩৯. ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
৪০. ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ।
৪১. ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি
৪২. ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
৪৩. ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
৪৪. ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
৪৫. ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
৪৬. চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
৪৭. চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
৪৮. চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
৪৯. চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
৫০. চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা।
——————————————–