রংপুরের আঞ্চলিক কিছু শব্দ
খুরশিদ জাহান সোমা
আমি-মুই
আমাকে-মোক
আমাদেরকে-হামাকগুলাক
তুমি-তোমরা
সে-ওমরা
ছেলে-চ্যাংড়া
মেয়ে-চেংড়ি
পুরুষ -ব্যাটাছাওয়া
মহিলা-বেটিছাওয়া
শিশু-ছাওয়া
ওখানে-উটি
এখানে-এটিকোনা
নিয়ে এসো-ধরি আইসো
এই যে ভাই(অপরিচিত কারো দৃষ্টি আকর্ষণ করতে)- ও বাহে
বাবা-বাপ
মা-মাও
বোন-বইন
মরিচ-আকালী
রুটী-উটি
দুটো-দুখান
মেরেছে-ডাংগাইছে
ডাঁটা-ডাংগা
কোথায়-কোনঠে
সূত্র: খুরশীদ জাহান সোমা, রংপুরের আঞ্চলিক কিছু শব্দ, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।
গীতি ও সংগীত : নজরুলগীতি ও রবীন্দ্রসংগীতের পার্থক্য
প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন