রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন নি
ড. মোহাম্মদ আমীন

জলিল সাহেব বললেন, না। রবীন্দ্রনাথ চিকিৎসা করে বাঁচতে চেয়েছিলেন। কত ডাক্তার-বৈদ্য এনেছেন, কত প্রার্থনা হয়েছে। আসলে তিনি মরতে চাননি, মরতে হয়েছে। কেউ কি মরতে চায়? রবীন্দ্রনাথ লিখেছেন: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে – – -।
রহমত: রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুকে কি তৎকালে সম্মানের সঙ্গে বা সাদরে গ্রহণ করা হয়েছিল?
জলিল সাহেব বললেন, পাগল নাকি? তাঁর মৃত্যুতে সারা পৃথিবী শোকে অস্থির হয়ে পড়েছিল।
রহমত বললেন, যারা আত্মহত্যা করেন, স্বেচ্ছায় জীবন দিয়ে দেন কেবল তাদের বেলায় বরণ হবে।যেমন: যতীন্দ্রনাথ দাস, তিনি ৬৩ দিন অনশনের পর ১৩ই সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে জেলেই মৃত্যুবরণ করেন।
তাহলে রবীন্দ্রনাথের মৃত্যুকে কীভাবে লেখা হবে? অধ্যাপক জলিল জানতে চাইলেন।
রহমত বললেন, লেখা উচিত— ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়।যারা আত্মহত্যা করেননি কিংবা ফাঁসিকাষ্ঠেও ঝুলে মরেননি তাদের বেলায় মৃত্যুবরণ লেখা উচিত নয়। আত্মহত্যা মহাপাপ। যদি কেউ স্বেচ্ছায় মৃত্যুকে ‘বরণ’ করে নেন কেবল তখনই হবে ‘মৃত্যুবরণ’ লেখা সমীচীন। যেমন— ‘বিষপানে মৃত্যুবরণ । অযথা কাউকে আত্মহত্যাকারী বলা উচিত নয়।
অধ্যাপক জলিল বললেন, তাহলে এতদিন আমরা ‘মৃত্যুবরণ করেন’ লিখে বিখ্যাত ব্যক্তিদের আত্মহত্যাকারী হিসেবে তুলে ধরেছি।
রহমত: তাই।
উৎস: বাংলা ভাষার মজা, ড. মেহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
শুদ্ধ বানান শুদ্ধ ভাষা
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৫
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/১
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/২
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৩
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৪
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৫
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৬
বাংলা সংবাদ পত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/৭
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৮
জানা অজানা তথ্যে বাংলা সাহিত্য
গুরুত্বপূর্ণ অনুবাদ ইংরেজি থেকে বাংলা