রাষ্ট্রকূট রাজবংশ

রাষ্ট্রকূট রাজবংশ হল খ্রিষ্টীয় ষষ্ঠ থেকে দশম শতকে ভারতে রাজত্বকারী একটি রাজবংশ। রাষ্ট্রকূটদের সবচেয়ে পুরনো যে লেখটি এখন পর্যন্ত পাওয়া গিয়েছে, সেটি হলো সপ্তম শতাকের। এই তা¤্রলিপি থেকে জানা যায়, আধুনিক মধ্যপ্রদেশ রাজ্যের মালওয়া অঞ্চলের মানপুর তাঁরা শাসন করতেন। অন্যান্য কয়েকটি লেখ থেকে সামসময়িক আরও কয়েকটি রাষ্ট্রকূট শাসকগোষ্ঠীর উল্লেখ পাওয়া যায়া। এগুলো হলে অচলপুর (অধুনা মহারাষ্ট্র রাজ্যের এলিচপুর) ও কনৌজের রাজা।

Language
error: Content is protected !!