আব্দুল হামিদ (জন্ম: ১ জানুয়ারি, ১৯৪৪) বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি (ব্যক্তি হিসেবে ১৭তম)। দ্বিতীয় মেয়াদে তিনি ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করেন ৭ ফেব্রুয়ারি ২০১৮খ্রিষ্টাব্দে। তিনি সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে ১৪ জুলাই, ১৯৯৬ থেকে ১০ জুলাই, ২০০১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এবং ১২ জুলাই, ২০০১ থেকে ৮ অক্টোবর ২০০১ খ্রিষ্টাব্দ পর্যন্তস্পিকারের দায়িত্ব পালন করেন।নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২৫ জানুয়ারি, ২০০৯ থেকে ২৪ এপ্রিল, ২০১৩ খ্রিষ্টাব্দ পর্যন্তও দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি জিল্লুররহমানের মৃত্যুর ৬ দিন পূর্বেই ১৪ মার্চ, ২০১৩ খ্রিষ্টাব্দ তারিখে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আসীন ছিলেন।
প্রধানমন্ত্রী