ড. মোহাম্মদ আমীন
কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ এবং কর্ণফুলি নদীর দক্ষিণ অঞ্চল নিয়ে রূহ্ম জনপদ গঠিত ছিল। এর বর্তমান নাম আরাকান। আরাকান এখন মায়ানমার (বার্মা)-এর একটি অঙ্গরাজ্য। এটি বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত এবং অতি প্রাচীনকাল থেকে রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। রূহ্ম বা আরাকানের আরেক নাম ‘রাখাইনপিয়ে’। রাখাইন শব্দটি এসেছে সংস্কৃত রাক্ষস এবং পালি শব্দ ইয়াক্কা (যক্ষ) থেকে। যার অর্থ দৈত্য অথবা দানব। বৌদ্ধধর্ম প্রচারের আগে অধিকাংশ আরাকানি ছিল প্রকৃতি পূজক এবং দানবের মতো নৃশংস চরিত্রের অধিকারী। আকিয়াব আরাকানের রাজধানী শহর এবং প্রধান বন্দর।
বাংলার প্রাচীন বাংলা কয়েটি জনপদে বিভক্ত ছিল। জনপদগুলোর নাম ও বর্ণনা নিচে দেওয়া হল। ক্লিক করে জনপদগুলোর সংক্ষিপ্ত, কিন্তু তথ্যবহুল বিবরণ জেনে নিতে পারেন।