লেখা দেখে লেখা শেখা/৫
Md Muhaimin Arif
এই পর্বের স্ট্রোকস/প্যাটার্ন খুব মনোযোগের সঙ্গে অনুশীলন করতে হবে। বৃত্ত আঁকার ব্যাপার। পুরোপুরি গোল বৃত্ত আয়ত্তে না আসা পর্যন্ত চেষ্টা চালাবেন। জেনে রাখুন, যিনি সুন্দর করে বৃত্ত আঁকতে পারেন, তিনি আঁকায় সব আকারই দিতে পারেন। আপনিও পারবেন।