ড. মোহাম্মদ আমীন
লোর এবং বিসিএস বাংলা: বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে উত্তর
সংযোগ: https://draminbd.com/লোর-এবং-বিসিএস-বাংলা-বিসি/

মুছে নাও আঁখি-লোর।
খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর ॥”
লালা
লালা অর্থ মুখ থেকে নিঃসৃত জল, মুখজাত রস প্রভৃতি। লালা কিন্তু থুথু নয়। যেটি মুখ থেকে অনিচ্ছাসত্ত্বেও ঝরে সেটি লালা। শিশুদের মধ্যে এমন প্রবণতা বেশি দেখা যায়। লালা সংস্কৃত শব্দ। এর মূল অর্থ: যা খাদ্য পেতে ইচ্ছা করে। লালা কি তাহলে খাদ্য পেতে ইচ্ছে করে? না, কিন্তু যার লালা ঝরে তার নিশ্চয় খাদ্য পেতে ইচ্ছে করে। লালা তার এ ইচ্ছেকে প্রকাশ করে। প্রকাশ্য লালা ছাড়াও আর একপ্রকার লালা আছে। এটি লোভের লালা। এমন লালা যাদের ঝরে তাদের বলে ‘লালায়িত’। তেঁতুল বা টকজাতীয় কোনো কিছুর গন্ধ নাকে এলে জিভে লালা আসে, হয়তো ঝরে না কিন্তু আসে। এ আসাটাই খাওয়ার ইচ্ছা। নতুন ও উপাদেয় কোনো খাদ্য দেখলেও মুখে লালা আসে।
বিসিএস বাংলা: বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে/১
শালাশালা মানে শ্বশুরবাড়ি: অনামিকা
কিছু পরিবর্তিত বানান: কিছু জানা কিছু অজানা
লোর এবং বিসিএস বাংলা: বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র থেকে উত্তর
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.