ড. মোহাম্মদ আমীন
একশ বছরে এক শতাব্দ বা এক শতক। তবে এটি যে-কোনো একশ বছরের গণনা হলে তা একশ বছর হতে পারে, কিন্তু প্রচলিত ও বহুলজ্ঞাত বর্ষ-পরিমাপক একক হিসেবে পরিচিত ‘শতাব্দ/শতক’ হবে না। গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে বছর গণনা শুরু হওয়ার প্রথম বছর থেকে পরবর্তী ঠিক একশ বছর ধরে নিরবচ্ছিন্ন প্রক্রিয়ায় নির্ণীত প্রতি শতবর্ষকে শতাব্দ/শতক বলা হয়। যেমন: ০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ১০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর হলো একশ বছর। এই একশ বছরকে বলা হয় প্রথম শতাব্দ বা প্রথম শতক। ১০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বরের পরদিন হলো ১০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি। এই দিন থেকে অর্থাৎ ১০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ২০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় শতাব্দ। ২০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি হতে ৩০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় শতাব্দ এবং এভাবে নিরবচ্ছিন্নভাবে শতাব্দ গণনা করা হয়ে থাকে।
চলমান শতকের অব্যবহিত পূর্বের শতাব্দ/শতক ছিল বিংশ শতাব্দ/শতক। ওই শতাব্দ ১৯০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ( বা ১৯০০ খ্রিষ্টাব্দের সর্বশেষ জিরো আওয়ার হতে) শুরু হয় এবং ২০০০ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর (বা ২০০১ খ্রিষ্টাব্দের প্রথম জিরো আওয়ারে) শেষ হয়। বিংশ শতকের পূর্ববর্তী শতকের নাম ঊনবিংশ শতক। এটি শুরু হয়েছে ১৮০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি এবং শেষ হয়েছে ১৯০০ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর। বর্তমানে চলছে একবিংশ শতক। এটি শুরু হয়েছে ২০০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি এবং শেষ হবে ২১০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর। আর একটি বিষয় মনে রাখা প্রয়োজন এবং সেটি হলো : ১৯০১ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর = ১৯০০ খ্রিষ্টাব্দের সর্বশেষ জিরো আওয়ার পর্যন্ত এবং ২০০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর= ১৯৯৯ খ্রিষ্টাব্দের প্রথম জিরো আওয়ার পৌঁছা পর্যন্ত; উভয় ক্ষেত্রে বর্ণনা কিছুটা ভিন্ন হলেও সময় অভিন্ন। এবার দেখা যাক কয়েকটি শতক বা শতাব্দ এবং তৎসঙ্গে জেনে নিতে পারেন দশক ও দশক পরিমাপের কৌশল।
প্রথম শতাব্দ
১০০ – ৯৯ – ৯৮ – ৯৭ – ৯৬ – ৯৫ – ৯৪ – ৯৩ – ৯২ – ৯১৯০ – ৮৯ – ৮৮ – ৮৭ – ৮৬ – ৮৫ – ৮৪ – ৮৩ – ৮২ – ৮১৮০ – ৭৯ – ৭৮ – ৭৭ – ৭৬ – ৭৫ – ৭৪ – ৭৩ – ৭২ – ৭১৭০ – ৬৯ – ৬৮ – ৬৭ – ৬৬ – ৬৫ – ৬৪ – ৬৩ – ৬২ – ৬১৬০ – ৫৯ – ৫৮ – ৫৭ – ৫৬ – ৫৫ – ৫৪ – ৫৩ – ৫২ – ৫১৫০ – ৪৯ – ৪৮ – ৪৭ – ৪৬ – ৪৫ – ৪৪ – ৪৩ – ৪২ – ৪১৪০ – ৩৯ – ৩৮ – ৩৭ – ৩৬ – ৩৫ – ৩৪ – ৩৩ – ৩২ – ৩১৩০ – ২৯ – ২৮ – ২৭ – ২৬ – ২৫ – ২৪ – ২৩ – ২২ – ২১২০ – ১৯ – ১৮ – ১৭ – ১৬ – ১৫ – ১৪ – ১৩ – ১২ – ১১১০ – ৯ – ৮ – ৭ – ৬ – ৫ – ৪ – ৩ – ২ – ১
দ্বিতীয় শতাব্দ
২০০ – ১৯৯ – ১৯৮ – ১৯৭ – ১৯৬ – ১৯৫ – ১৯৪ – ১৯৩ – ১৯২ – ১৯১-১৯০ – ১৮৯ – ১৮৮ – ১৮৭ – ১৮৬ – ১৮৫ – ১৮৪ – ১৮৩ – ১৮২ – ১৮১-১৮০ – ১৭৯ – ১৭৮ – ১৭৭ – ১৭৬ – ১৭৫ – ১৭৪ – ১৭৩ – ১৭২ – ১৭১-১৭০ – ১৬৯ – ১৬৮ – ১৬৭ – ১৬৬ – ১৬৫ – ১৬৪ – ১৬৩ – ১৬২ – ১৬১-১৬০ – ১৫৯ – ১৫৮ – ১৫৭ – ১৫৬ – ১৫৫ – ১৫৪ – ১৫৩ – ১৫২ – ১৫১-১৫০ – ১৪৯ – ১৪৮ – ১৪৭ – ১৪৬ – ১৪৫ – ১৪৪ – ১৪৩ – ১৪২ – ১৪১-১৪০ – ১৩৯ – ১৩৮ – ১৩৭ – ১৩৬ – ১৩৫ – ১৩৪ – ১৩৩ – ১৩২ – ১৩১১৩০ – ১২৯ – ১২৮ – ১২৭ – ১২৬ – ১২৫ – ১২৪ – ১২৩ – ১২২ – ১২১-১২০ – ১১৯ – ১১৮ – ১১৭ – ১১৬ – ১১৫ – ১১৪ – ১১৩ – ১১২ – ১১১-১১০ – ১০৯ – ১০৮ – ১০৭ – ১০৬ – ১০৫ – ১০৪ – ১০৩ – ১০২ – ১০১।
তৃতীয় শতাব্দ
৩০০– ২৯৯ – ২৯৮ – ২৯৭ – ২৯৬ – ২৯৫ – ২৯৪ – ২৯৩ – ২৯২ – ২৯১২৯০ – ২৮৯ – ২৮৮ – ২৮৭ – ২৮৬ – ২৮৫ – ২৮৪ – ২৮৩ – ২৮২ – ২৮১২৮০ – ২৭৯ – ২৭৮ – ২৭৭ – ২৭৬ – ২৭৫ – ২৭৪ – ২৭৩ – ২৭২ – ২৭১২৭০ – ২৬৯ – ২৬৮ – ২৬৭ – ২৬৬ – ২৬৫ – ২৬৪ – ২৬৩ – ২৬২ – ২৬১২৬০ – ২৫৯ – ২৫৮ – ২৫৭ – ২৫৬ – ২৫৫ – ২৫৪ – ২৫৩ – ২৫২ – ২৫১২৫০ – ২৪৯ – ২৪৮ – ২৪৭ – ২৪৬ – ২৪৫ – ২৪৪ – ২৪৩ – ২৪২ – ২৪১২৪০ – ২৩৯ – ২৩৮ – ২৩৭ – ২৩৬ – ২৩৫ – ২৩৪ – ২৩৩ – ২৩২ – ২৩১২৩০ – ২২৯ – ২২৮ – ২২৭ – ২২৬ – ২২৫ – ২২৪ – ২২৩ – ২২২ – ২২১২২০ – ২১৯ – ২১৮ – ২১৭ – ২১৬ – ২১৫ – ২১৪ – ২১৩ – ২১২ – ২১১-২১০ – ২০৯ – ২০৮ – ২০৭ – ২০৬ – ২০৫ – ২০৪ – ২০৩ – ২০২ – ২০১
চতুর্থ শতাব্দ
৪০০ – ৩৯৯ – ৩৯৮ – ৩৯৭ – ৩৯৬ – ৩৯৫ – ৩৯৪ – ৩৯৩ – ৩৯২ – ৩৯১৩৯০ – ৩৮৯ – ৩৮৮ – ৩৮৭ – ৩৮৬ – ৩৮৫ – ৩৮৪ – ৩৮৩ – ৩৮২ – ৩৮১৩৮০ – ৩৭৯ – ৩৭৮ – ৩৭৭ – ৩৭৬ – ৩৭৫ – ৩৭৪ – ৩৭৩ – ৩৭২ – ৩৭১-৩৭০ – ৩৬৯ – ৩৬৮ – ৩৬৭ – ৩৬৬ – ৩৬৫ – ৩৬৪ – ৩৬৩ – ৩৬২ – ৩৬১-৩৬০ – ৩৫৯ – ৩৫৮ – ৩৫৭ – ৩৫৬ – ৩৫৫ – ৩৫৪ – ৩৫৩ – ৩৫২ – ৩৫১-৩৫০ – ৩৪৯ – ৩৪৮ – ৩৪৭ – ৩৪৬ – ৩৪৫ – ৩৪৪ – ৩৪৩ – ৩৪২ – ৩৪১-৩৪০ – ৩৩৯ – ৩৩৮ – ৩৩৭ – ৩৩৬ – ৩৩৫ – ৩৩৪ – ৩৩৩ – ৩৩২ – ৩৩১-৩৩০ – ৩২৯ – ৩২৮ – ৩২৭ – ৩২৬ – ৩২৫ – ৩২৪ – ৩২৩ – ৩২২ – ৩২১-৩২০ – ৩১৯ – ৩১৮ – ৩১৭ – ৩১৬ – ৩১৫ – ৩১৪ – ৩১৩ – ৩১২ – ৩১১-৩১০ – ৩০৯ – ৩০৮ – ৩০৭ – ৩০৬ – ৩০৫ – ৩০৪ – ৩০৩ – ৩০২ – ৩০১
পঞ্চম শতাব্দ
৫০০ – ৪৯৯ – ৪৯৮ – ৪৯৭ – ৪৯৬ – ৪৯৫ – ৪৯৪ – ৪৯৩ – ৪৯২ – ৪৯১-৪৯০ – ৪৮৯ – ৪৮৮ – ৪৮৭ – ৪৮৬ – ৪৮৫ – ৪৮৪ – ৪৮৩ – ৪৮২ – ৪৮১-৪৮০ – ৪৭৯ – ৪৭৮ – ৪৭৭ – ৪৭৬ – ৪৭৫ – ৪৭৪ – ৪৭৩ – ৪৭২ – ৪৭১-৪৭০ – ৪৬৯ – ৪৬৮ – ৪৬৭ – ৪৬৬ – ৪৬৫ – ৪৬৪ – ৪৬৩ – ৪৬২ – ৪৬১-৪৬০ – ৪৫৯ – ৪৫৮ – ৪৫৭ – ৪৫৬ – ৪৫৫ – ৪৫৪ – ৪৫৩ – ৪৫২ – ৪৫১-৪৫০ – ৪৪৯ – ৪৪৮ – ৪৪৭ – ৪৪৬ – ৪৪৫ – ৪৪৪ – ৪৪৩ – ৪৪২ – ৪৪১-৪৪০ – ৪৩৯ – ৪৩৮ – ৪৩৭ – ৪৩৬ – ৪৩৫ – ৪৩৪ – ৪৩৩ – ৪৩২ – ৪৩১-৪৩০ – ৪২৯ – ৪২৮ – ৪২৭ – ৪২৬ – ৪২৫ – ৪২৪ – ৪২৩ – ৪২২ – ৪২১-৪২০ – ৪১৯ – ৪১৮ – ৪১৭ – ৪১৬ – ৪১৫ – ৪১৪ – ৪১৩ – ৪১২ – ৪১১-৪১০ – ৪০৯ – ৪০৮ – ৪০৭ – ৪০৬ – ৪০৫ – ৪০৪ – ৪০৩ – ৪০২ – ৪০১
ঊনবিংশ শতাব্দ
১৯০০ – ১৮৯৯ – ১৮৯৮ – ১৮৯৭ – ১৮৯৬ – ১৮৯৫ – ১৮৯৪ – ১৮৯৩ – ১৮৯২ – ১৮৯১-১৮৯০ – ১৮৮৯ – ১৮৮৮ – ১৮৮৭ – ১৮৮৬ – ১৮৮৫ – ১৮৮৪ – ১৮৮৩ – ১৮৮২ – ১৮৮১-১৮৮০ – ১৮৭৯ – ১৮৭৮ – ১৮৭৭ – ১৮৭৬ – ১৮৭৫ – ১৮৭৪ – ১৮৭৩ – ১৮৭২ – ১৮৭১-১৮৭০ – ১৮৬৯ – ১৮৬৮ – ১৮৬৭ – ১৮৬৬ – ১৮৬৫ – ১৮৬৪ – ১৮৬৩ – ১৮৬২ – ১৮৬১-১৮৬০ – ১৮৫৯ – ১৮৫৮ – ১৮৫৭ – ১৮৫৬ – ১৮৫৫ – ১৮৫৪ – ১৮৫৩ – ১৮৫২ – ১৮৫১-১৮৫০ – ১৮৪৯ – ১৮৪৮ – ১৮৪৭ – ১৮৪৬ – ১৮৪৫ – ১৮৪৪ – ১৮৪৩ – ১৮৪২ – ১৮৪১-১৮৪০ – ১৮৩৯ – ১৮৩৮ – ১৮৩৭ – ১৮৩৬ – ১৮৩৫ – ১৮৩৪ – ১৮৩৩ – ১৮৩২ – ১৮৩১-১৮৩০ – ১৮২৯ – ১৮২৮ – ১৮২৭ – ১৮২৬ – ১৮২৫ – ১৮২৪ – ১৮২৩ – ১৮২২ – ১৮২১-১৮২০ – ১৮১৯ – ১৮১৮ – ১৮১৭ – ১৮১৬ – ১৮১৫ – ১৮১৪ – ১৮১৩ – ১৮১২ – ১৮১১-১৮১০ – ১৮০৯ – ১৮০৮ – ১৮০৭ – ১৮০৬ – ১৮০৫ – ১৮০৪ – ১৮০৩ – ১৮০২ – ১৮০১।
বিংশ শতাব্দ
২০০০ – ১৯৯৯ – ১৯৯৮ – ১৯৯৭ – ১৯৯৬ – ১৯৯৫ – ১৯৯৪ – ১৯৯৩ – ১৯৯২ – ১৯৯১-১৯৯০ – ১৯৮৯ – ১৯৮৮ – ১৯৮৭ – ১৯৮৬ – ১৯৮৫ – ১৯৮৪ – ১৯৮৩ – ১৯৮২ – ১৯৮১-১৯৮০ – ১৯৭৯ – ১৯৭৮ – ১৯৭৭ – ১৯৭৬ – ১৯৭৫ – ১৯৭৪ – ১৯৭৩ – ১৯৭২ – ১৯৭১-১৯৭০ – ১৯৬৯ – ১৯৬৮ – ১৯৬৭ – ১৯৬৬ – ১৯৬৫ – ১৯৬৪ – ১৯৬৩ – ১৯৬২ – ১৯৬১-১৯৬০ – ১৯৫৯ – ১৯৫৮ – ১৯৫৭ – ১৯৫৬ – ১৯৫৫ – ১৯৫৪ – ১৯৫৩ – ১৯৫২ – ১৯৫১-১৯৫০ – ১৯৪৯ – ১৯৪৮ – ১৯৪৭ – ১৯৪৬ – ১৯৪৫ – ১৯৪৪ – ১৯৪৩ – ১৯৪২ – ১৯৪১-১৯৪০ – ১৯৩৯ – ১৯৩৮ – ১৯৩৭ – ১৯৩৬ – ১৯৩৫ – ১৯৩৪ – ১৯৩৩ – ১৯৩২ – ১৯৩১-১৯৩০ – ১৯২৯ – ১৯২৮ – ১৯২৭ – ১৯২৬ – ১৯২৫ – ১৯২৪ – ১৯২৩ – ১৯২২ – ১৯২১-১৯২০ – ১৯১৯ – ১৯১৮ – ১৯১৭ – ১৯১৬ – ১৯১৫ – ১৯১৪ – ১৯১৩ – ১৯১২ – ১৯১১-১৯১০ – ১৯০৯ – ১৯০৮ – ১৯০৭ – ১৯০৬ – ১৯০৫ – ১৯০৪ – ১৯০৩ – ১৯০২ – ১৯০১।
একবিংশ শতাব্দ
২১০০ – ২০৯৯ – ২০৯৮ – ২০৯৭ – ২০৯৬ – ২০৯৫ – ২০৯৪ – ২০৯৩ – ২০৯২ – ২০৯১-২০৯০ – ২০৮৯ – ২০৮৮ – ২০৮৭ – ২০৮৬ – ২০৮৫ – ২০৮৪ – ২০৮৩ – ২০৮২ – ২০৮১-২০৮০ – ২০৭৯ – ২০৭৮ – ২০৭৭ – ২০৭৬ – ২০৭৫ – ২০৭৪ – ২০৭৩ – ২০৭২ – ২০৭১-২০৭০ – ২০৬৯ – ২০৬৮ – ২০৬৭ – ২০৬৬ – ২০৬৫ – ২০৬৪ – ২০৬৩ – ২০৬২ – ২০৬১-২০৬০ – ২০৫৯ – ২০৫৮ – ২০৫৭ – ২০৫৬ – ২০৫৫ – ২০৫৪ – ২০৫৩ – ২০৫২ – ২০৫১-২০৫০ – ২০৪৯ – ২০৪৮ – ২০৪৭ – ২০৪৬ – ২০৪৫ – ২০৪৪ – ২০৪৩ – ২০৪২ – ২০৪১-২০৪০ – ২০৩৯ – ২০৩৮ – ২০৩৭ – ২০৩৬ – ২০৩৫ – ২০৩৪ – ২০৩৩ – ২০৩২ – ২০৩১-২০৩০ – ২০২৯ – ২০২৮ – ২০২৭ – ২০২৬ – ২০২৫ – ২০২৪ – ২০২৩ – ২০২২ – ২০২১-২০২০ – ২০১৯ – ২০১৮ – ২০১৭ – ২০১৬ – ২০১৫ – ২০১৪ – ২০১৩ – ২০১২ – ২০১১-২০১০ – ২০০৯ – ২০০৮ – ২০০৭ – ২০০৬ – ২০০৫ – ২০০৪ – ২০০৩ – ২০০২ – ২০০১।
দ্বাবিংশ শতাব্দ
২২০০ – ২১৯৯ – ২১৯৮ – ২১৯৭ – ২১৯৬ – ২১৯৫ – ২১৯৪ – ২১৯৩ – ২১৯২ – ২১৯১-২১৯০ – ২১৮৯ – ২১৮৮ – ২১৮৭ – ২১৮৬ – ২১৮৫ – ২১৮৪ – ২১৮৩ – ২১৮২ – ২১৮১-২১৮০ – ২১৭৯ – ২১৭৮ – ২১৭৭ – ২১৭৬ – ২১৭৫ – ২১৭৪ – ২১৭৩ – ২১৭২ – ২১৭১-২১৭০ – ২১৬৯ – ২১৬৮ – ২১৬৭ – ২১৬৬ – ২১৬৫ – ২১৬৪ – ২১৬৩ – ২১৬২ – ২১৬১-২১৬০ – ২১৫৯ – ২১৫৮ – ২১৫৭ – ২১৫৬ – ২১৫৫ – ২১৫৪ – ২১৫৩ – ২১৫২ – ২১৫১-২১৫০ – ২১৪৯ – ২১৪৮ – ২১৪৭ – ২১৪৬ – ২১৪৫ – ২১৪৪ – ২১৪৩ – ২১৪২ – ২১৪১-২১৪০ – ২১৩৯ – ২১৩৮ – ২১৩৭ – ২১৩৬ – ২১৩৫ – ২১৩৪ – ২১৩৩ – ২১৩২ – ২১৩১-২১৩০ – ২১২৯ – ২১২৮ – ২১২৭ – ২১২৬ – ২১২৫ – ২১২৪ – ২১২৩ – ২১২২ – ২১২১-২১২০ – ২১১৯ – ২১১৮ – ২১১৭ – ২১১৬ – ২১১৫ – ২১১৪ – ২১১৩ – ২১১২ – ২১১১-২১১০ – ২১০৯ – ২১০৮ – ২১০৭ – ২১০৬ – ২১০৫ – ২১০৪ – ২১০৩ – ২১০২ – ২১০১
সুতরাং দেখা যাচ্ছে শেষের বছরের প্রথম এক বা দুই অঙ্ককে ভিত্তি ধরে শতাব্দ/শতকের নামকরণ করা হয়। যেমন: ১৫০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ১৬০০ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত সময়কে বলা হয় ষোড়শ শতাব্দ। তেমনি ১৬০১ খ্রিষ্টাব্দ থেকে ১৭০০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সপ্তদশ শতাব্দ।
ষোড়শ শতাব্দ
১৬০০ – ১৫৯৯ – ১৫৯৮ – ১৫৯৭ – ১৫৯৬ – ১৫৯৫ – ১৫৯৪ – ১৫৯৩ – ১৫৯২ – ১৫৯১-১৫৯০ – ১৫৮৯ – ১৫৮৮ – ১৫৮৭ – ১৫৮৬ – ১৫৮৫ – ১৫৮৪ – ১৫৮৩ – ১৫৮২ – ১৫৮১-১৫৮০ – ১৫৭৯ – ১৫৭৮ – ১৫৭৭ – ১৫৭৬ – ১৫৭৫ – ১৫৭৪ – ১৫৭৩ – ১৫৭২ – ১৫৭১-১৫৭০ – ১৫৬৯ – ১৫৬৮ – ১৫৬৭ – ১৫৬৬ – ১৫৬৫ – ১৫৬৪ – ১৫৬৩ – ১৫৬২ – ১৫৬১-১৫৬০ – ১৫৫৯ – ১৫৫৮ – ১৫৫৭ – ১৫৫৬ – ১৫৫৫ – ১৫৫৪ – ১৫৫৩ – ১৫৫২ – ১৫৫১-১৫৫০ – ১৫৪৯ – ১৫৪৮ – ১৫৪৭ – ১৫৪৬ – ১৫৪৫ – ১৫৪৪ – ১৫৪৩ – ১৫৪২ – ১৫৪১-১৫৪০ – ১৫৩৯ – ১৫৩৮ – ১৫৩৭ – ১৫৩৬ – ১৫৩৫ – ১৫৩৪ – ১৫৩৩ – ১৫৩২ – ১৫৩১-১৫৩০ – ১৫২৯ – ১৫২৮ – ১৫২৭ – ১৫২৬ – ১৫২৫ – ১৫২৪ – ১৫২৩ – ১৫২২ – ১৫২১-১৫২০ – ১৫১৯ – ১৫১৮ – ১৫১৭ – ১৫১৬ – ১৫১৫ – ১৫১৪ – ১৫১৩ – ১৫১২ – ১৫১১-১৫১০ – ১৫০৯ – ১৫০৮ – ১৫০৭ – ১৫০৬ – ১৫০৫ – ১৫০৪ – ১৫০৩ – ১৫০২ – ১৫০১।
সপ্তদশ শতাব্দ
১৭০০– ১৬৯৯ – ১৬৯৮ – ১৬৯৭ – ১৬৯৬ – ১৬৯৫ – ১৬৯৪ – ১৬৯৩ – ১৬৯২ – ১৬৯১-১৬৯০ – ১৬৮৯ – ১৬৮৮ – ১৬৮৭ – ১৬৮৬ – ১৬৮৫ – ১৬৮৪ – ১৬৮৩ – ১৬৮২ – ১৬৮১-১৬৮০ – ১৬৭৯ – ১৬৭৮ – ১৬৭৭ – ১৬৭৬ – ১৬৭৫ – ১৬৭৪ – ১৬৭৩ – ১৬৭২ – ১৬৭১-১৬৭০ – ১৬৬৯ – ১৬৬৮ – ১৬৬৭ – ১৬৬৬ – ১৬৬৫ – ১৬৬৪ – ১৬৬৩ – ১৬৬২ – ১৬৬১-১৬৬০ – ১৬৫৯ – ১৬৫৮ – ১৬৫৭ – ১৬৫৬ – ১৬৫৫ – ১৬৫৪ – ১৬৫৩ – ১৬৫২ – ১৬৫১-১৬৫০ – ১৬৪৯ – ১৬৪৮ – ১৬৪৭ – ১৬৪৬ – ১৬৪৫ – ১৬৪৪ – ১৬৪৩ – ১৬৪২ – ১৬৪১-১৬৪০ – ১৬৩৯ – ১৬৩৮ – ১৬৩৭ – ১৬৩৬ – ১৬৩৫ – ১৬৩৪ – ১৬৩৩ – ১৬৩২ – ১৬৩১-১৬৩০ – ১৬২৯ – ১৬২৮ – ১৬২৭ – ১৬২৬ – ১৬২৫ – ১৬২৪ – ১৬২৩ – ১৬২২ – ১৬২১-১৬২০ – ১৬১৯ – ১৬১৮ – ১৬১৭ – ১৬১৬ – ১৬১৫ – ১৬১৪ – ১৬১৩ – ১৬১২ – ১৬১১-১৬১০ – ১৬০৯ – ১৬০৮ – ১৬০৭ – ১৬০৬ – ১৬০৫ – ১৬০৪ – ১৬০৩ – ১৬০২ – ১৬০১।
দশক গণনা পদ্ধতি
ঠিক একইভাবে দশকের হিসেব করা হয়। মোট দশ বছরকে বলা হয় এক দশক। তবে তা যে-কোনো দশ বছর হলে হবে না। গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে ০০০১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ১০ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর এই দশ বছরকে বলা হয় প্রথম দশক। যেমন: গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী প্রথম দশক হলো: ১- ২- ৩- ৪ -৫-৬- ৭-৮-৯ ১০; দ্বিতীয় দশক হলো : ১১- ১২ -১৩- ১৪- ১৫ -১৬- ১৭- ১৮- ১৯- ২০; ২০ – ১৯ – ১৮ – ১৭ – ১৬ – ১৫ – ১৪ – ১৩ – ১২ – ১১। বিশের দশক হলো : ১৯৯০ – ১৯৯১ ১৯৯২ ১৯৯৩- ১৯৪৪ -১৯৯৫- ১৯৯৬- ১৯৯৭- ১৯৯৮- ১৯৯৯- ২০০০। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী সত্তরের দশক শুরু হয়েছে ১৯৭১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি এবং শেষ হয়েছে ১৯৭৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
উপরের হিসেবটিকে নিচের প্রক্রিয়াতেও বর্ণনা করা যায়। দেখতে ভিন্ন মনে হলেও সময় পরিধি অভিন্ন। যেমন : ১৯০০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ১৯০৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর কিংবা ১৯১০ এর জিরো আওয়ারের সূচনা অভিন্ন। কারণ রাত বারোটার পর শুরু হয় জিরো আওয়ার। নিচের উদাহরণগুলো দেখুন, যা শতাব্দ/শতক ও দশক উভয় ক্ষেত্রে প্রযোজ্য।
বিংশ শতাব্দির শূন্য দশক হলো ১৯০০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে ১৯০৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
দশের দশক= ১৯১০ থেকে ১৯১৯ : ১৯১০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯১৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
বিশের দশক=১৯২০ থেকে ১৯২৯ : ১৯২০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
ত্রিশের দশক= ১৯৩০ থেকে ১৯৩৯: ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
চল্লিশের দশক=১৯৪০ থেকে ১৯৪৯: ১৯৪০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
পঞ্চাশের দশক=১৯৫০ থেকে ১৯৫৯: ১৯৫০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৫৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
ষাটের দশক= ১৯৬০ থেকে ১৯৬৯: ১৯৬০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
সত্তরের দশক= ১৯৭০ থেকে ১৯৭৯: ১৯৭০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৭৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
আশির দশক=১৯৮০ থেকে ১৯৮৯: ১৯৮০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৮৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
নব্বইয়ের দশক=১৯৯০ থেকে ১৯১৯: ১৯০০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে থেকে ১৯৯৯ খ্রিষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর।
একবিংশ শতব্দির আবার শূন্য দশক হলো ২০০০ থেকে ২০০৯। দশের দশক হচ্ছে ২০১০ থেকে ২০১৯। এখন চলছে একবিংশ দশক। যা শুরু হয়েছে ২০০১ খ্রিষ্টাব্দের জিরো আওয়ারের পর থেকে কিংবা ২০০০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি থেকে। এই দশক শেষ হবে ২০৩০ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর বা ২০২৯ খ্রিষ্টাব্দের প্রথম জিরো আওয়ারে।
প্রতি ১০০ বছরকে এক শতাব্দ বলা হয়। সহজে বছরের হিসাব করতে এই প্রক্রিয়ায় বছরের হিসাব করা হয়। যেমন: বিংশ শতাব্দ বলতে ১৯০০ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯৯ খ্রিষ্টাব্দ (১০০ বছর)। অনেকেই বলেন, হিসাবটা হবে ১৯০১-২০০০ খ্রিষ্টাব্দ অবধি বিংশ শতাব্দ।প্রকৃতপক্ষে দুটো হিসাবই অভিন্ন। যেমন: ১৯০০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি= ১৯০১ খ্রিষ্টাব্দের জিরো আওয়ার হতে ১৯৯৯ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর= ২০০০ খ্রিষ্টাব্দ ( প্রথম জিরো আওয়ার) কথায় ভিন্ন হলেও সময় পরিধি বিবেচনায় অভিন্ন। সুতরাং ১৯০০-১৯০৯= প্রথম দশক = ১৯০১-১৯১০= ১০ বছর।