দুষ্ট বানান /৪
বিসিএস-সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রাত্যহিক যোগাযোগ, কর্মজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অতি প্রয়োজনীয় কিছু বাংলা শব্দের বানান—যা আমাদের অনেকের প্রায়শ ভুল হয়:
অশুদ্ধ — শুদ্ধ
76. আপোষ – আপস
77. আভ্যন্তরীণ – অভ্যন্তরীণ
78. আয়ত্ব – আয়ত্ত
79. আয়ত্বাধীন – আয়ত্তাধীন
80. আরাম্ভ – আরম্ভ
81. আলিংগন – আলিঙ্গন
82. আলোচ্যমান – আলোচ্য
83. আশংকা – আশঙ্কা
84. আশক্তি – আসক্তি
85. আশ্বস্থ – আশ্বস্ত
86. আস্তাকুঁড় – আঁস্তাকুড়
87. ইংগিত – ইঙ্গিত
88. ইতঃস্তত – ইতস্তত
89. ইতিপূর্বে – ইতঃপূর্বে
90. ইতিমধ্যে – ইতোমধ্যে
91. ইদানিং – ইদানীং
92. ইয়ত্বা – ইয়ত্তা
93. ইষ্ঠ – ইষ্ট
94. ইষৎ – ঈষৎ
95. ঈস্পিত – ঈপ্সিত
96. উচিৎ – উচিত
97. উচ্চৈস্বরে – উচ্চৈঃস্বরে
98. উচ্ছ্বল – উচ্ছল
99. উজ্বল – উজ্জ্বল
100. উত্তরন – উত্তরণ