প্রমিতা দাশ লাবণী
অবস্থানের উপর ব্যক্তির পদমর্যাদা নির্ভর করে। শব্দের ক্ষেত্রেও একই।
বাক্যে পদের স্থান অবিকল পরিবর্তন হলেও পদার্থ বদলে যায়। যেমন:
(১) ভাষা জীবন্ত, জীবন্ত ভাষা।
(২) মরা মাছ, মাছ মরা।
(৩) প্রভুভক্ত কুকুর, কুকুর প্রভুভক্ত।
(৪) গাছের ফল, ফলের গাছ।
(৫) মহান মানুষ, মানুষ মহান।

(১) ভাষা জীবন্ত, জীবন্ত ভাষা।
(২) মরা মাছ, মাছ মরা।
(৩) প্রভুভক্ত কুকুর, কুকুর প্রভুভক্ত।
(৪) গাছের ফল, ফলের গাছ।
(৫) মহান মানুষ, মানুষ মহান।
———————