শব্দের আদিতে ব্য ব্যা এর প্রয়োগ

ড. মোহাম্মদ আমীন
সংযোগ: https://draminbd.com/শব্দের-আদিতে-ব্য-ব্যা-এর-প/
‘ব্য’ আর’ ব্যা’ নিয়ে বানানে অনেককে বিভ্রান্তিতে পড়তে হয়। বিশেষ করে ‘য-ফলা’ যদি শব্দের শুরুতে ব্যবহৃত ব-ধ্বনির সঙ্গে হয় তাহলে তো কথাই নেই । কয়েকটি ব্যতিক্রম (ব্যক্তি এর উচ্চারণ বেক্‌তি)ব্যতিরেকে শব্দের আদ্যে ব্যবহৃত অধিকাংশ ‘ব্য’ ও ‘ব্যা’-এর উচ্চারণ সাধারণত একই রকম। উচ্চারণ একই হওয়া সও্বেও কোথাও ‘ব্য’ , আবার কোথায় ‘ব্যা’ হয়। তাই বানান লেখার সময় লেখক দ্বিধায় পড়ে যান। এই দ্বিধা দূরীভূত করার জন্য নিচের বিষয়গুলি খেয়াল করুন:
 ১. শব্দের আদিতে /ব্য/ এর প্রয়োগ : /বি-/ উপসর্গের পর /অ/-বর্ণ দিয়ে শুরু শব্দ সন্ধিবদ্ধ হয়ে /ব্য/ হয়। যেমন: বি + অগ্র = ব্যগ্র; বি +অঙ্গ = ব্যঙ্গ। তেমনি: ব্যক্ত, ব্যক্তি,
ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

ব্যঙ্গাত্মক, ব্যঙ্গোক্তি, ব্যজন, ব্যঞ্জন, ব্যঞ্জনা, ব্যতিক্রম, ব্যতিব্যস্ত, ব্যতিরেক, ব্যতিহার, ব্যতীত, ব্যত্যয়, ব্যপদেশ, ব্যবচ্ছিন্ন,ব্যবচ্ছেদ, ব্যবধান, ব্যবসায়ী, ব্যবস্থা, ব্যবস্থাপক, ব্যবহার, ব্যবহৃত, ব্যভিচার, ব্যয়, ব্যর্থ, ব্যষ্টি, ব্যস্ত।

ব্যতিক্রম : /বি-/ উপসর্গ দিয়ে শুরু হয়নি এমন কিছু শব্দের বানানের শুরুতে /ব্য/ দেখা যায়। যেমন: ব্যথা, ব্যথিত, ব্যথী।
২. শব্দের আদিতে /ব্যা্গ/ এর প্রয়োগ : /বি-/ উপসর্গের পর /আ/ বর্ণ দিয়ে শুরু শব্দ সন্ধিবদ্ধ হলে /ব্যা/ হয়। যেমন: বি+ আকুল = ব্যাকুল; বি+ আঘাত = ব্যাঘাত। তেমনি: ব্যাকরণ, ব্যাখ্যা, ব্যাদান, ব্যাধি, ব্যাপক, ব্যাপার, ব্যাপী, ব্যাপৃত, ব্যাপক, ব্যাপ্ত, ব্যাপ্তি, ব্যায়াম, ব্যাহত।
ব্যতিক্রম : /বি-/ উপসর্গযোগে গঠিত নয় এমন কিছু শব্দের বানানে /ব্যা/ দেখা যয়। যেমন: ব্যাঘ্র, ব্যাঙ, ব্যাজস্তুতি, ব্যাটা, ব্যাধ, ব্যামো, ব্যারাম, ব্যাস ইত্যাদি।
৩. বিদেশি শব্দের বানানে অবিকল্প /ব্যা/: বিদেশি শব্দের বানানে অবিকল্প /ব্যা/ হয়, /ব্য/ হয় না। যেমন: ব্যাংক, ব্যাগ, ব্যাজ, ব্যাট, ব্যাটারি, ব্যাডমিন্টন, ব্যান্ড, ব্যান্ডেজ, ব্যাপটিস্ট, ব্যানার, ব্যারাক, ব্যারিস্টার, ব্যালট, ব্যালে ইত্যাদি।
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
————————

ড. মোহাম্মদ আমীনের বই

লিখবেন/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৩

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৪

Language
error: Content is protected !!