লিয়াকত চৌধুরী
উচ্চারণ/১
একাত্তর অ্যাকাৎতোর

ব্রহ্মণ Brammhon
আহৃত আর্-হিতো
আহ্বান আও্-ভান
উচ্চারণ/২
মেলা(বৈশাখী মেলা) ম্যালা
মেলা(মিলিত হওয়া) মেলা
মেলা (খোলা) ম্যালা
বেলা (সময়) ব্যালা
বেলা(বেলা ভূমি) বেলা
একা অ্যাকা
একাকী অ্যাকাকি/একাকি
উচ্চারণ/৩
গীতবিতান গিতোবিতান্
জলকষ্ট জলোকশ্ টো
দশজ দেশোজো
দেশত্যাগ দেশোৎত্যাগ্
দেশব্যাপী দেশোব্ -ব্যাপি
দেশমাতৃকা দেশো মাত্রিকা
দেশপ্রেম দেশোপ-প্রেম্
উচ্চারণ/৪
ঘন/ঘনীভূত ঘনো/ঘোনিভুতো
নত নতো/নোতি
মন্দ (খারাপ) মোন্-দো
মন্দ(ধীরগতি) মন্-দো
মস্ত মস্ -তো
মতো মতো
“যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে ,
————–
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি অন্ধ ,বন্ধ কোরো পাখা।।”
রবিঠাকুরের “দুঃসময়” কবিতায় -“মন্দ” “মন্থরে”/
“অম্বরে”/”অন্ধ”/”বন্ধ”/”এখনি” শব্দ/পদের উচ্চারণ
নির্দেশ করুন।
উচ্চারণ/৫
দ্বার দা-র্।
জ্বালা জালা
ত্বরা তরা
শ্বাপদ শা প-দ্
বিদ্বান বি-দ্ দা-ন্
সত্ত্বা স-ত্ তা
বিস্বাদ বি-শ্ শা-দ্
উদ্বেগ উ-দ্ বে-গ্
শম্বুক শো-ম্ বু-ক্
ঋত্বিক রি-ত্ তি-ক্
অম্বর অ-ম্ ব-র
উদ্বায়ী উ-দ্ বায়ি
উচ্চারণ/৬
কমল=ক-মোল্
আমল=আ-মোল্
সরল=শ-রোল্
গরল=গ-রোল্
কারণ=কা-রোন্
মরণ=ম-রোন্
অমল=অ-মল্
সবল=স-বল্
উচ্চারণ/৭
গ্রস্ত গ্রো-স্ তো
গ্রহ গ্রো হো
প্রথা প্রো থা
দ্রব দ্রো বো
ব্যস্ত ব্যা-স্ তো
ব্যবহার ব্যা বো হা-র্
ব্যসন ব্যা শো-ন্
ব্যতীত বে তি তো
ব্যথিত বে থি তো
ব্যতিক্রম বে তি-ক্ ক্রো-ম্
উচ্চারণ/৮
শব্দ প্রমিত উচ্চারণ
মন্দ(ধীরগামী)=মন্ দো ;
মন্থরে =মন্ থো রে;
অম্বরে=অম্ ব রে ;
অন্ধ=অন্ ধো;
বন্ধ =বন্ ধো ;
এখনি =অ্যা খো নি/এখোনি।
উচ্চারণ/১০
শব্দ মান্য উচ্চারণ
বিজ্ঞ বিগ্ গোঁ
বিজ্ঞান বিগ্ গ্যাঁন্
জ্ঞান গ্যাঁন্
অজ্ঞ অগ্ গোঁ
জ্ঞাত গ্যাঁতো
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন