শব্দের ফাঁকফোকড় : ফাঁক আর অফাঁক
ড. মোহাম্মদ আমীন
অংশগ্রহণ – যোগদান : তিনি সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন।
অংশ গ্রহণ – ভাগ নেওয়া : তিনি পিতার জমাজমির কোনো অংশ গ্রহণ করলেন না।
একবার – অনির্দিষ্ট কোনো বার : একবার কোথায় জানি তাকে দেখেছিলাম।
এক বার – এক সংখ্যক বার : ন্যাড়া এক বারই বেলতলা যায়। দিনে এক বার সেবন করবে, দুই বার নয়।
একে – একযুক্ত/সংখ্যানির্দেশক: একে নয় উনিশ। একে ছয় ষোলো, কেমন আছ বলো।
এ কে – সর্বনামসূচক প্রশ্ন। ( তোমার সঙ্গে এ কে? চিনি না তো, এ কে?)।
কিনা – যেহেতু (আবহাওয়া খারাপ কিনা, তাই আর বের হই নি)।
কি না–সংশয় বা প্রশ্নসূচক অব্যয়: তুমি খাবে কি না, বলো? আম না কি কমলা কোনটি চাই?
দিনেদিনে – বেলাশেষের আগে : দিনে-দিনে ফিরে এসো, রাস্তাঘাটের অবস্থা ভালো না।
দিনে দিনে – ক্রমশ : দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।
পত্রলেখা – শরীরে তিলকাদি রচনা : পত্রলেখায় অলঙ্কৃত গায়কের বাহু।
পত্র লেখা – চিঠি লেখা : মোবাইল যুগে পত্র লেখা হয় না আর।
যেদিন – অনির্দিষ্ট দিন (যেদিন ধরা পড়বে, বুঝবে কত ধানে কত চাল)।
যে-দিন – নির্দিষ্ট দিন : যে-দিন বিজয়দিবস সেদিন তুমি এসো
সারাদিন – সর্বক্ষণ : সারাদিন দুষ্টোমি করলে লেখাপড়া করবে কখন?
সারা দিন – পুরো দিনজুড়ে : সারা দিন কাজ করেও সংসার চালাতে কষ্ট হচ্ছে।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
বাংলা বানানে শব্দের ফাঁক-ফোকড়, ড. মোহাম্মদ আমীন, উত্তরণ, বাংলাবাজার, ঢাকা। যোগাযোগ: মাসুদুল হক : ০১৮১৭০৯১৩৮৬।