ড. মোহাম্মদ আমীন
শব্দের মাঝে ও-কার আসে কেন? কোথায় হবে ও-কার এবং কেন হবে? বিশেষ করে দুটি পদ নিয়ে গঠিত শব্দের

মাঝে কোথায় ও-কার হবে তা নিয়ে সংশয় হতে পারে। বিষয়টি নিচের নিমোনিকের মাধ্যমে সুরাহা করা যায়। একই সঙ্গে জেনে নিন- কেন ও-কার আসে।
পিপীলিকা নিমোনিক:
পিপীলিকা [পিপীলক+আ টোপ)] শব্দের অর্থ -দলবদ্ধ হয়ে বাস করে এমন ছয় পা-বিশিষ্ট ডানাহীন ক্ষুদ্র পরিশ্রমী সামাজিক ও সুশৃঙ্খল কীটবিশেষ। শব্দটির বানান লিখতে অনেকের ভুল হয়। ভুল হয়ে যায় – কোথায় হবে ই-কার এবং কোথায় হবে ঈ-কার। এমন সংশয় দূর করার জন্য একটি নিমোনিক মনে রাখুন : বর্ণমালায় প্রথমে ই এবং তারপর ঈ। তাই পিপীলিকা বানানেও প্রথমে ই-কার এবং পরে ঈ-কার। তারপর আবার ই-কার হয়ে আ-কারে গিয়ে শেষ হয়।
সূত্র: ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
শুবাচ-এর ওয়েবসাইট: www.draminbd.com
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক