বিসিএস-সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রাত্যহিক যোগাযোগ, কর্মজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অতি প্রয়োজনীয় কিছু বাংলা শব্দের বানান—যা আমাদের অনেকের প্রায়শ ভুল হয়:
অশুদ্ধ – –শুদ্ধ
1. অংক – অঙ্ক
2. অংকন – অঙ্কন
3. অংকুর – অঙ্কুর
4. অংগ – অঙ্গ
5. অংগন – অঙ্গন
6. অংগাংগী – অঙ্গাঙ্গি
7. অকল্যান – অকল্যাণ
8. অকারন – অকারণ
9. অগ্রগন্য – অগ্রগণ্য
10. অগ্রহায়ন – অগ্রহায়ণ
11. অচিন্ত – অচিন্ত্য
12. অচিন্ত্যনীয় – অচিন্তনীয়
13. অঞ্জলী – অঞ্জলি
14. অণ্বেষণ – অন্বেষণ
15. অতিথী – অতিথি
16. অতিব – অতীব
17. অতিষ্ট – অতিষ্ঠ
18. অত্যাধিক – অত্যধিক
19. অত্যান্ত – অত্যন্ত
20. অদ্ভূত – অদ্ভুত
21. অদ্যপি – অদ্যাপি
22. অদ্যবদি – অদ্যাবধি
23. অধঃস্তন – অধস্তন
24. অধিকরন – অধিকরণ
25. অধীনস্ত – অধীনস্থ
ক্রমশ : শব্দ তালিকা দুষ্ট শব্দের শুদ্ধ বানান
দুষ্ট শব্দের শুদ্ধ বানান /৫
দুষ্ট শব্দের শুদ্ধ বানান /৭
দুষ্ট শব্দের অভিধান/৮
দুষ্ট শব্দের শুদ্ধ বানান /৯
দুষ্ট শব্দের শুদ্ধ বানান /১০
দুষ্ট শব্দের শুদ্ধ বানান/১২
দুষ্ট শব্দের শুদ্ধ বানান /১৩