ড. মোহাম্মদ আমীন
সংযোগ: https://draminbd.com/শিশ-শিষ-এবং-শিস-শিশমহল-শিষ/
শিষ: তৎসম শিরস্ থেকে উদ্ভূত খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ শিষ অর্থ (বিশেষ্যে)—
১. ধান গম প্রভৃতি শস্যের শীর্ষ বা অগ্রভাগ, শস্যমঞ্জরি: ধানের খেতে বহে বাতাস নেচে উঠে শীষ।
২. দীপ শিখা: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম (নজরুল)।
৩. পেন্সিলের অগ্রভাগে বেরিয়ে থাকা গ্র্যাফাইট যা দিয়ে লেখা হয়: পেন্সিলের শিষ ভেঙে গেছে। নতুন করে কাটতে হবে আবার।

শিষনবি বা শিশনবি: শিষ বানানের আরেকটি শব্দ পাওয়া যায়। এর অর্থ (বিশেষ্যে) ইহুদি খ্রিষ্ট ও ইসলাম ধর্মের পুস্তকাদিতে বর্ণিত একজন নবি, আ্যাডামের একজন পুত্র। এই শিষ, হিব্রু উৎসের শব্দ। যার অর্থ আল্লাহর দান। শস্য মঞ্জরিও আল্লাহর দান। হিব্রু পুরাণমতে, পৃথিবীর আদি মানব অ্যাডামের দ্বিতীয় পুত্র হাবিল নিহত হওয়ার পাঁচ বছর পর শিষ জন্মগ্রহণ করেন। এজন্য অ্যাডাম শিশুটিকে আল্লাহর দান গণ্য করে নাম রাখেন শিষ।
শিস: ধ্বন্যাত্বক শিস অর্থ (বিশেষ্যে) ঠোঁট কুঞ্চিত করে জিভের সাহায্য উৎপন্ন বাঁশির মতো তীক্ষ্ণ শব্দ; পাখির ডাক।
শিশমহল ও শিশা: ফারসি শিশমহল অর্থ— কাচের ঘর। প্রসঙ্গত, ফারসি উৎসের শিশা অর্থ— কাচ; আরশি, আয়না।
— √ — √ — √ — √ — √
চক্ষুলজ্জা:বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান মতে, অশুদ্ধ প্রয়োগ হিসেবে নির্দেশিত চক্ষুলজ্জা অর্থ (বিশেষ্যে)— অন্যের দৃষ্টিতে লজ্জাজনক ঠেকে এমন কিছু করতে বা বলতে কুণ্ঠাবোধ, লোকলজ্জা। সংস্কৃত ব্যাকরণমতে, চক্ষুলজ্জা অশুদ্ধ গঠনের শব্দ হিসেবে অশুদ্ধ প্রয়োগ হলেও খাঁটি বাংলা শব্দ হিসেবে সম্পূর্ণ শুদ্ধ। বাংলায় এরূপ পরিবর্তনের মাধ্যমে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দসমূহ গঠিত হয়েছে।
লোকলজ্জা: তৎসম লোকলজ্জা (লোক+লজ্জা) অর্থ (বিশেষ্যে)— লোকনিন্দার লজ্জা, জনসাধারণের দৃষ্টিতে লজ্জাজনক, চক্ষুলজ্জা, লোকলাজ। উচ্চারণ: লোকোলজ্জা।