Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
শিষ্ট শব্দের দুষ্ট বানান – Dr. Mohammed Amin

শিষ্ট শব্দের দুষ্ট বানান

 প্রত্যেক ভাষার মতো বাংলা ভাষাতেও এমন কিছু শব্দ আছে যেগুলোর বানান ও  উচ্চারণে সামঞ্জস্য না থাকায় লিখতে গেলে শুদ্ধাশুদ্ধ নিয়ে বেজায় গোলমাল লেগে যায়। এ শব্দগুলো খুব ভালোভাবে রপ্ত করে না নিলে ভুল হওয়ায় স্বাভাবিক। বিখ্যাত লেখক ও পণ্ডি ব্যক্তিগণও এ সব শব্দের বানান লিখতে গিয়ে হিমশিম খেয়ে যান। এ রকম শব্দকে বৈয়ারণগণ দুষ্টবানান, পাজিবানান, মহা পাজি বানান প্রভৃতি নাম দিয়েছেন। দাপ্তরিক কাজে প্রায় প্রয়োজন এমন কিছু দুষ্ট শব্দের শুদ্ধ বানান নিচে দেওয়া হল।

অকস্মাৎ        অগ্ন্যাশয়     অগ্নুৎপাত           অচিন্ত্য         অধ্যাত্ম

অনিন্দ্য         অনূর্ধ্ব        অন্তঃস্বত্ত্বা           অন্তর্জ্বালা         অন্ত্যেষ্টিক্রিয়া

অপাঙ্ক্তেয়     অমর্ত্য        অলঙ্ঘ্য             অশ্বত্থ          আকাঙ্ক্ষা

আনুষঙ্গিক     আত্মাহুতি    আহূত               আর্দ্র             উচ্চৈঃস্বরে

উচ্ছ্বাস         উজ্জ্বল         উত্যক্ত

উদ্ভিজ্জ         উপর্যুক্ত     উপলব্ধি         ঊর্ধ্ব         এতদ্দারা

এতদ্ব্যতীত    ঔজ্জ্বল্য     ঔদ্ধত্য         কর্তৃ          কর্তৃত্ব     কিম্ভূতকিমাকার

কর্ত্রী         কাঙ্ক্ষিত     কৃচ্ছ্র         কৃত্তিবাস         ক্বচিৎ

ক্রুর         ক্ষুব্ধ           ক্ষুন্নিবৃত্তি         গার্হস্থ্য         গ্রীষ্ম     গোধূলি

ঘূর্ণ্যমান    ঘূর্ণায়মান     ঘূর্ণ্যমান

 

জলোচ্ছ্বাস     জাজ্জ্বল্যমান     জীবাশ্ম          জ্বর

জ্বলজ্বল        জ্বলা         জ্বালা         জ্বালানি        জ্যেষ্ঠ

জ্যৈষ্ঠ        জ্যোৎস্না     জ্যোতি        জ্যোতিষী     জ্যোতিষ্ক

টীকাটিপ্পনী    তৎক্ষণাৎ     তত্ত্ব         তত্ত্বাবধান     তদ্ব্যতীত

তাত্ত্বিক          তীক্ষ্ম     তুষ্ণীম্ভাব         ত্বক          ত্বরণ

ত্বরান্বিত          ত্বরিত     ত্যক্ত        দয়ার্দ্র         দারিদ্র্য

দুরাকাক্সক্ষা         দুর্নিরীক্ষ্য    দৌরাত্ম্য         দ্বন্দ্ব          দ্বিতীয়

দিঘি          দুরুচ্চার্য     দিঙ্নির্ণয়          দৌরাত্ম্য         দুরন্বয়

দ্বিধা           দ্বেষ      দ্বৈত           দ্ব্যর্থ               দ্যূতক্রীড়া

ধ্বংসোন্মুখ     ধূলি        ধুলা         ধ্বস্তাধ্বস্তি         ধ্বন্যাত্বক

ধ্বংস        ধ্বজা        ধ্বনি        ধ্বন্যাত্বক      নঞর্থাক

নিক্বণ        নির্দ্বন্দ্ব         নির্দ্বিধা        র্নৈঋত           ন্যস্ত

নৈঃসঙ্গ্য      নথি              নির্লজ্জ              নির্বর্ষ            নিক্বণ

ন্যুজ        ন্যূন         পক্ব         পঙ্‌ক্তি          পক্ষ্ম

পরাক্সমুখ     পরিস্রাবণ     পার্শ্ব         প্রতিদ্বন্দ্বিতা    প্রতিদ্বন্দ্বী

প্রত্যূষ        প্রাতঃকৃত্য     প্রাতর্ভ্রমণ     প্রোজ্জ্বল         পৌরোহিত্য

বক্ষ্যমাণ     বন্ধ্যা         বয়োজ্যেষ্ঠ     বর্ত্ম        বহিরিন্দ্রিয়

বাত্যাবিধ্বস্ত  বাল্মীকি     বিদ্বজ্জন         বিভীষিকা     বিভূতিভূষণ

বৈচিত্র্য       বৈদগ্ধ্য        বৈশিষ্ট্য         ব্যক্ত        ব্যক্তিস্বাতন্ত্র্য

ব্যগ্র       ব্যঙ্গ       ব্যঞ্জনা         ব্যতিক্রম         ব্যতিরেকে

ব্যতিব্যস্ত      ব্যতীত       ব্যত্যয়         ব্যথা         ব্যথিত

ব্যাপদেশ      ব্যবচ্ছেদ    ব্যবধান     ব্যবসা         ব্যবস্থা

ব্যবহার      ব্যয়       ব্যর্থ         ব্যস্ত        ব্যুৎপত্তি

ব্যূহ    ব্রাহ্মণ       বন্দ্যোপাধ্যায়    বরাঙ্গনা         বিদ্বৎসমাজ

বুভুক্ষু     ব্যর্থ      বৈদগ্ধ্য       ব্যুৎপত্তি     ব্যক্তিস্বাতন্ত্র্য

ভৌগোলিক       ভ্রাতৃত্ব        ভূয়সী      ভৌগোলিক      ভ্রূকুটি

মধুসূদন         মুমূর্ষু        মহাশ্মশান

মতদ্বৈধ,         মধুসূদন,       মরীচিকা,      মুমুক্ষু,    মোহ্যমান

মনস্তত্ত্ব           মন্বন্তর       মর্ত্য        মহত্ত্ব         মাহাত্ম্য

মুহুর্মুহু             মুহূর্ত       যক্ষ্মা       যশস্বী        যাচ্ঞা

যথার্থ্য          রশ্মি        রৌদ্র          লক্ষ্মণ         লক্ষ্মী

লক্ষ্য             শস্য       শাশ্বত        শিরশ্চেদ    শিষ্য

শ্বশুর             শ্বশ্রূ       শ্বাপদ          শ্মশান       শ্মশ্রু

শ্রদ্ধাষ্পদেষু      শ্রীমতী    শ্যেন         শ্লেষ্মা          ষাণ্মসিক

শূন্য             শাশুড়ি, শ্বাপদ,        শ্মশানব্যাপী,

সংবর্ধনা          সত্তা        সত্ত্ব          সত্ত্বেও     সন্ধ্যা

সন্ন্যাস          সন্ন্যাসী       সরস্বতী      সাত্ত্বিক     সান্ত্ব না

সিন্দুর          সৌহার্দ্য     স্বতঃস্ফূর্ত         স্বত্ব         স্বাচ্ছন্দ্য

সংস্কৃতিমান    সর্বস্বান্ত    স্বাতন্ত্র্য        স্বায়ত্তশাসন       স্বাস্থ্য

সূক্ষ্মদর্শী       সর্বাঙ্গীণ     স্তূপীকৃত,       স্বৈরী             স্বৈরিণী,

স্পৃহণীয়       স্মরণ          সুুুষ্ঠু             সূচ্যগ্র           স্বস্ত্যয়ন

স্বাচ্ছন্দ্য        স্থাণু         স্মরণ         হীনম্মন্যতা           হ্রস্ব

হ্রাস         হৃৎস্পন্দন    হিঁচড়ানো    হীনম্মন্যতা,

নিচে আর একবার পড়ুন।

অকস্মাৎ, অগ্ন্যাশয়, অগ্ন্যুৎপাত, অচিন্ত্য, অতিথি, অধ্যাত্ম,

অনিন্দ্য, অনূর্ধ্ব, অন্তঃসত্ত্বা, অন্তর্জ্বালা, অন্ত্যেষ্টিক্রিয়া,

অপাঙ্‌ক্তেয়, অমর্ত্য, অলঙ্ঘ্য, অশ্বত্থ, আকাঙ্ক্ষা,

আনুষঙ্গিক, আর্দ্র, আত্মাহুতি, আহূত

উচ্চৈঃস্বরে, উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, উজ্জ্বল, উত্ত্যক্ত, উদ্ভিজ্জ,

উপর্যুক্ত, উপলব্ধি, ঊর্ধ্ব, এতদ্দ্বারা,

এতদ্ব্যতীত ঔজ্জ্বল্য,

ঔদ্ধত্য

কর্তৃ, কর্তৃত্ব, কর্ত্রী, কাঙ্ক্ষিত, কিম্ভূতকিমাকার,

কৃচ্ছ্র, ক্বচিৎ, ক্রূর, ক্ষুব্ধ, ক্ষুন্নিবৃত্তি

গার্হস্থ্য, গ্রীষ্ম, গোধূলি, ঘূর্ণ্যমান,

ঘূর্ণায়মান

জলোচ্ছ্বাস, জাজ্বল্যমান, জীবাশ্ম, জ্বর, জ্বলজ্বল, জ্বলা, জ্বালা,

জ্বালানি, জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোৎস্না,

জ্যোতি, জ্যোতিষী, জ্যোতিষ্ক

টীকাটিপ্পনী

তৎক্ষণাৎ, তত্ত্ব, তত্ত্বাবধান, তদ্ব্যতীত, তাত্ত্বিক, তীক্ষ্ণ, ত্বক, ত্বরণ,

ত্বরান্বিত, ত্বরিত, ত্যক্ত, দয়ার্দ্র, দারিদ্র্য, দুরাকাঙ্ক্ষা,

দুর্নিরীক্ষ্য, দূরীভূত, দূষণ, দৌরাত্ম্য, দ্বন্দ্ব,

দ্বিতীয়, দ্বিধা, দ্বেষ, দ্বৈত,

দ্ব্যর্থ, দ্যূতক্রীড়া

ধ্বংস, ধ্বজাধারী, ধ্বনি, ধ্বন্যাত্মক, নঞর্থক, নিক্কণ, নিত্যনৈমিত্তিক,

নির্ঝঞ্ঝাট, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা, নৈর্ঋত,

নৈর্ব্যক্তিক, ন্যস্ত,

ন্যুব্জ, ন্যূন

পক্ব, পঙ্‌ক্তি, পরাঙ্মুখ, পরিস্রাবণ, পার্শ্ব, পুঞ্জীকরণ, পূর্ণিমা,

প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী, প্রতীতি, প্রত্যূষ, প্রসূত,

প্রাতঃকৃত্য, প্রাতর্ভ্রমণ, প্রোজ্জ্বল,

পৌনঃপুনিক, পৌরোহিত্য

বক্ষ্যমাণ, বন্দ্যোপাধ্যায়, বন্ধ্যা, বয়োজ্যেষ্ঠ, বহিরিন্দ্রিয়, বহুব্রীহি, বহ্নুৎসব,

বাত্যাবিধ্বস্ত, বাল্মীকি, বিদ্বজ্জন, বিদ্রূপ, বিভীষিকা, বিভূতিভূষণ,

বৈচিত্র্য, বৈদগ্ধ্য, বৈশিষ্ট্য, ব্যক্ত, ব্যক্তিস্বাতন্ত্র্য, ব্যগ্র, ব্যঙ্গ,

ব্যঞ্জনা, ব্যতিক্রম, ব্যতিরেকে, ব্যতিব্যস্ত, ব্যতীত,

ব্যত্যয়, ব্যথা, ব্যথিত, ব্যপদেশ, ব্যবচ্ছেদ,

 ব্যবধান, ব্যবসা, ব্যবস্থা, ব্যবহার,

ব্যয়, ব্যর্থ, ব্যস্ত, ব্যাপী,

ব্যুৎপত্তি, ব্যূহ, ব্

রাহ্মণ

ভূয়সী, ভৌগোলিক, ভ্রাতৃত্ব, ভ্রূকুটি, মতদ্বৈধ, মধুসূদন,

মনস্তত্ত্ব, মন্বন্তর, মরীচিকা, মর্ত্য, মহত্ত্ব,

মাহাত্ম্য, মুমুক্ষু, মুমূর্ষু,

মুহুর্মুহু, মুহূর্ত,

মোহ্যমান।

যক্ষ্মা, যশস্বী, যাচ্ঞা, যাথার্থ্য, যূপকাষ্ঠ, রশ্মি, রৌদ্র

লক্ষ্মণ, লক্ষ্মী,

শস্য, শাশ্বত, শিরচ্ছেদ, শিষ্য, শূন্য, শ্বশুর,

শ্বশ্রূ (শাশুড়ি), শ্বাপদ, শ্মশানব্যাপী,

শ্মশ্রু, শ্রদ্ধাস্পদেষু, শ্রীমতী,

শ্যেনদৃষ্টি, শ্লেষ্মা

ষাণ্মাসিক

সংবর্ধনা, সত্তা, সত্ত্বেও, সন্ধ্যা, সন্ন্যাস, সন্ন্যাসী, সম্মেলন,

সরস্বতী, সাত্ত্বিক, সান্ত্বনা, সিন্দূর, সূক্ষ্মদর্শী,

সৌহার্দ্য, সর্বাঙ্গীণ, স্তূপীকৃত, স্বতঃস্ফূর্ত,

স্বত্ব, স্বাচ্ছন্দ্য, স্বাতন্ত্র্য, স্বায়ত্তশাসন,

স্বাস্থ্য, স্বৈরী, স্বৈরিণী,

স্পৃহণীয়, স্মরণ

হিঁচড়ানো, হীনম্মন্যতা, হ্রস্ব, হ্রাস