শুদ্ধ অশুদ্ধ : পাজি দুষ্ট ও খটকা বানান/২
ড. মোহাম্মদ আমীন
মনখোলা মন খোলা
‘মন খোলা’ কথার অর্থ মনের কথা অকপটে খুলে বলা। যেমন: মন খুলে কথা বলতে না-পারলে ভালো লাগে না। যা বলার মন খুলে বলো।নির্বাচনে জিততে হলে মনটা খুলে দিতে হবে। অন্যদিকে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত বাংলা ‘মনখোলা’ শব্দের অর্থ উদার মনের অধিকারী, খোলা মনের অধিকারী, অকপট, সরল, উদার প্রভৃতি। যেমন: মনখোলা মানুষ সহজে অন্যকে আকৃষ্ট করতে পারে।
সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য: দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:
সলিল- জল, পানি
সলীল- লীলাযুক্ত
সিতা- গুড়, চিনি
সীতা- রামের স্ত্রী
সুরি- কবি, পণ্ডিত
সুরী- জ্ঞানী, সূর্পত্নী
হারি- পরাজিত হই
-হারি- হরণকারী, নাশক
হালি- চারটির একক
হালী- কৃষক, মাঝি।
শুদ্ধ অশুদ্ধ : পাজি দুষ্ট ও খটকা বানান