শুদ্ধ-অশুদ্ধ : পাজি দুষ্ট ও খটকা বানান
মোহাম্মদ আমীন
‘আল কোরআন’ নয়, লিখুন ‘আল-কোরআন’। এটি একশব্দ। মাঝখানে ফাঁক হবে না, হাইফেন দিয়ে লিখুন। সেঁটে লিখলে কি ভুল হবে? ভুল হবে না। সেক্ষেত্রে শব্দটি হবে ‘আলকোরান’। এমন লিখলে উচ্চারণ বিভ্রাটের আশঙ্কা থাকে। তাই হাইফেন দিয়ে লেখাই সমীচীন।
আপোস নয়, আপস। আপস-মীমাংসা।
সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য: দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে:
চির- নিত্য, সদা
চীর- ছেঁড়া-কাপড়
ছত্রি- নৌকার ছই
ছত্রী-ছত্রধারী
জিব- জিহ্বা, রসনা
জীব- প্রাণি
টিকা- তিলক, ওষুধ প্রয়োগ
টীকা- ব্যাখ্যা, টিপ্পনী
ঢাকি- ঢেকে রাখি
ঢাকী- ঢাক বাদক